আজ ২৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস ঘোষণা

  • Update Time : ০১:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • / 146

নিজস্ব প্রতিবেদক:

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত ১৪ কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে তারা হলো-মীর আখতার হোসেন, হাক্কানী পাল্প, এস্কয়ার নিট, সাফকো স্পিনিং, এইচআর টেক্সটাইল, এএমসিএল-প্রাণ, আরগন ডেনিম, খান ব্রার্দাস, প্রিমিয়ার সিমেন্ট, কোহিনূর কেমিক্যাল, জিকিউ বল পেন, ইউনিক হোটেল, রংপুর ফাউন্ড্রি, রহিমা ফুড, ন্যাশনাল পলিমার, ইটিএল, নাহি অ্যালুমিনিয়াম ও বেঙ্গল উইন্ডশোর লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে মীর আখতার হোসেনের বোর্ড সভা সকাল ১০টায়, হাক্কানী পাল্পের সকাল ১১টায় রেনেটার বেলা ১২টায়, এস্কয়ার নিটের দুপুর সাড়ে ১২টায়, সাফকো স্পিনিংয়ের দুপুর ১টায়, এইচআর টেক্সটাইলের বিকাল দুপুর আড়াইটায়, এএমসিএল-প্রাণের বিকাল ৩টায়, আরগন ডেনিমের বিকাল ৩টায়, খান ব্রার্দাসের বিকাল ৩টায়, প্রিমিয়ার সিমেন্টের বিকাল সাড়ে ৩টায়।

এছাড়াও জিকিউ বলপেনের বিকাল সাড়ে ৩টায়, কোহিনূর কেমিক্যালের বিকাল ৪টায়, ইউনিক হোটেলের বিকাল ৪টায়, রংপুর ফাউন্ড্রির বিকাল ৪টায়, রহিমা ফুডের বিকাল ৪টায়, ন্যাশনাল পলিমারের বিকাল ৪টায়, ইটিএলের বিকাল ৪টায়, নাহি অ্যালুমিনিয়ামের বিকাল সাড়ে ৪টায়, বেঙ্গল উইন্ডশোর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বল পেনের বোর্ড সভায় ৩০ জুন ২০২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

অন্যদিকে, রহিমা ফুড, ন্যাশনাল পলিমার, ইটিএল, নাহি অ্যালুমিনিয়াম, মীর আখতার, হাক্কানী পাল্প, এস্কয়ার নিট, সাফকো স্পিনিং, এইচআর টেক্সটাইল, এএমসিএল-প্রাণ, আরগন ডেনিম, খান ব্রার্দাস, প্রিমিয়ার সিমেন্ট, কোহিনূর কেমিক্যাল, ইউনিক হোটেল, রংপুর ফাউন্ড্রি, ও বেঙ্গল উইন্ডশোর বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর ২০২১ সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


আজ ২৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস ঘোষণা

Update Time : ০১:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত ১৪ কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। যেসব কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে তারা হলো-মীর আখতার হোসেন, হাক্কানী পাল্প, এস্কয়ার নিট, সাফকো স্পিনিং, এইচআর টেক্সটাইল, এএমসিএল-প্রাণ, আরগন ডেনিম, খান ব্রার্দাস, প্রিমিয়ার সিমেন্ট, কোহিনূর কেমিক্যাল, জিকিউ বল পেন, ইউনিক হোটেল, রংপুর ফাউন্ড্রি, রহিমা ফুড, ন্যাশনাল পলিমার, ইটিএল, নাহি অ্যালুমিনিয়াম ও বেঙ্গল উইন্ডশোর লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে মীর আখতার হোসেনের বোর্ড সভা সকাল ১০টায়, হাক্কানী পাল্পের সকাল ১১টায় রেনেটার বেলা ১২টায়, এস্কয়ার নিটের দুপুর সাড়ে ১২টায়, সাফকো স্পিনিংয়ের দুপুর ১টায়, এইচআর টেক্সটাইলের বিকাল দুপুর আড়াইটায়, এএমসিএল-প্রাণের বিকাল ৩টায়, আরগন ডেনিমের বিকাল ৩টায়, খান ব্রার্দাসের বিকাল ৩টায়, প্রিমিয়ার সিমেন্টের বিকাল সাড়ে ৩টায়।

এছাড়াও জিকিউ বলপেনের বিকাল সাড়ে ৩টায়, কোহিনূর কেমিক্যালের বিকাল ৪টায়, ইউনিক হোটেলের বিকাল ৪টায়, রংপুর ফাউন্ড্রির বিকাল ৪টায়, রহিমা ফুডের বিকাল ৪টায়, ন্যাশনাল পলিমারের বিকাল ৪টায়, ইটিএলের বিকাল ৪টায়, নাহি অ্যালুমিনিয়ামের বিকাল সাড়ে ৪টায়, বেঙ্গল উইন্ডশোর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বল পেনের বোর্ড সভায় ৩০ জুন ২০২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

অন্যদিকে, রহিমা ফুড, ন্যাশনাল পলিমার, ইটিএল, নাহি অ্যালুমিনিয়াম, মীর আখতার, হাক্কানী পাল্প, এস্কয়ার নিট, সাফকো স্পিনিং, এইচআর টেক্সটাইল, এএমসিএল-প্রাণ, আরগন ডেনিম, খান ব্রার্দাস, প্রিমিয়ার সিমেন্ট, কোহিনূর কেমিক্যাল, ইউনিক হোটেল, রংপুর ফাউন্ড্রি, ও বেঙ্গল উইন্ডশোর বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর ২০২১ সময়ের অনিরীক্ষিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।