এটা পাগলামি না : প্রধান বিচারপতি

  • Update Time : ১০:৪৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / 78

আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে সিরিয়ালের বাইরে কোনো মামলার শুনানি করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। সোমবার (৬ মে) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বিপুল সংখ্যক আইনজীবী মামলা এগিয়ে নিতে শুনানির আবেদন করেন।

সব মেনশন শুনার পর প্রধান বিচারপতি ডাকেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে। একই সঙ্গে ডাকা হয় সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরীকে। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘১৮৮২ টা মামলা আপিল বিভাগের লিস্টে আছে এগুলোই ফের মেনশন করা হলো। এটা পাগলামি না?’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘এটা কেমন কথা। আর্জেন্ট ম্যাটার হলে ২-৩ টা মেনশন করা যায় কিন্তু সবাই মেনশন করলে কেমন করে হবে।’ এ সময় সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, ‘মাইলর্ড, একটা বিষয় বলতে চাই। জানিনা অ্যাটর্নি জেনারেল মাইন্ড করবেন কি না? তাও বলি এখন সব মামলাতেই আপিল বিভাগে চলে আসে, রাষ্ট্র ছোট ছোট মামলার জামিন স্থগিত চাইতে আপিল বিভাগে চলে আসে, এজন্য আপিলে মামলা বাড়ছে।’

এ সময় প্রধান বিচারপতি তার মুখের কথা কেড়ে নিয়ে বলেন, ‘আপিল করারও দরকার আছে আমরা কিছু কিছু আদেশ সংশোধন করে দিতে পারি।’ অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগকে বলেন, ‘এগুলো মাদক হেরোইনের মামলা। না আসলেও তো হয় না।’

পরে প্রধান বিচারপতি বলেন, ‘কাল থেকে মেনশন নেবো না। আপনারা সিনিয়ররা ঠিক করেন এটা কি করবেন।’

Tag :

Please Share This Post in Your Social Media


এটা পাগলামি না : প্রধান বিচারপতি

Update Time : ১০:৪৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে সিরিয়ালের বাইরে কোনো মামলার শুনানি করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। সোমবার (৬ মে) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বিপুল সংখ্যক আইনজীবী মামলা এগিয়ে নিতে শুনানির আবেদন করেন।

সব মেনশন শুনার পর প্রধান বিচারপতি ডাকেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে। একই সঙ্গে ডাকা হয় সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরীকে। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘১৮৮২ টা মামলা আপিল বিভাগের লিস্টে আছে এগুলোই ফের মেনশন করা হলো। এটা পাগলামি না?’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘এটা কেমন কথা। আর্জেন্ট ম্যাটার হলে ২-৩ টা মেনশন করা যায় কিন্তু সবাই মেনশন করলে কেমন করে হবে।’ এ সময় সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, ‘মাইলর্ড, একটা বিষয় বলতে চাই। জানিনা অ্যাটর্নি জেনারেল মাইন্ড করবেন কি না? তাও বলি এখন সব মামলাতেই আপিল বিভাগে চলে আসে, রাষ্ট্র ছোট ছোট মামলার জামিন স্থগিত চাইতে আপিল বিভাগে চলে আসে, এজন্য আপিলে মামলা বাড়ছে।’

এ সময় প্রধান বিচারপতি তার মুখের কথা কেড়ে নিয়ে বলেন, ‘আপিল করারও দরকার আছে আমরা কিছু কিছু আদেশ সংশোধন করে দিতে পারি।’ অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগকে বলেন, ‘এগুলো মাদক হেরোইনের মামলা। না আসলেও তো হয় না।’

পরে প্রধান বিচারপতি বলেন, ‘কাল থেকে মেনশন নেবো না। আপনারা সিনিয়ররা ঠিক করেন এটা কি করবেন।’