পাহাড়ি ঢলে কক্সবাজারে ৪১৩ গ্রাম প্লাবিত

  • Update Time : ১২:৪৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • / 202

নিজস্ব প্রতিবেদক:

পাহাড়ি ঢলে কক্সবাজারের ৪১৩টি গ্রাম প্লাবিত হয়ে আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এছাড়া ভারি বর্ষণে বান্দরবানের থানচি, লামা ও আলিকদম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুই দিনের বৃষ্টিতে কক্সবাজারে আড়াই লাখ মানুষ পানিবন্দি।

আবহাওয়া অফিস জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, হঠাৎ বন্যায় প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকার বেশি। প্লাবিত এলাকায় ৩০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

এ পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছে। এরইমধ্যে ১৩৫ মেট্টিক টন চাল ও ৫ লাখ টাকা দেয়া হয়েছে।

অন্যদিকে, ভারি বর্ষণে বান্দরবানের থানচি, লামা ও আলিকদমের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি।

গতকাল থেকে থানচির সাথে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের মাঝে নৌ যোগাযোগ বন্ধ আছে। এছাড়া, আলিকদমে তলিয়ে গেছে ফসলি জমি।

Please Share This Post in Your Social Media


পাহাড়ি ঢলে কক্সবাজারে ৪১৩ গ্রাম প্লাবিত

Update Time : ১২:৪৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক:

পাহাড়ি ঢলে কক্সবাজারের ৪১৩টি গ্রাম প্লাবিত হয়ে আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এছাড়া ভারি বর্ষণে বান্দরবানের থানচি, লামা ও আলিকদম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুই দিনের বৃষ্টিতে কক্সবাজারে আড়াই লাখ মানুষ পানিবন্দি।

আবহাওয়া অফিস জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, হঠাৎ বন্যায় প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকার বেশি। প্লাবিত এলাকায় ৩০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

এ পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছে। এরইমধ্যে ১৩৫ মেট্টিক টন চাল ও ৫ লাখ টাকা দেয়া হয়েছে।

অন্যদিকে, ভারি বর্ষণে বান্দরবানের থানচি, লামা ও আলিকদমের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি।

গতকাল থেকে থানচির সাথে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের মাঝে নৌ যোগাযোগ বন্ধ আছে। এছাড়া, আলিকদমে তলিয়ে গেছে ফসলি জমি।