সরকারি জমিতে ঢাকা বোট ক্লাব

  • Update Time : ১০:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • / 194

 

অন্যের লিজ নেওয়া খাস জমিতে জোড় করে নির্মাণ করা হয়েছে ঢাকা বোট ক্লাব। নান্দনিক স্থাপনাটির নির্মাণ কাজ শুরু করার সময় থেকে লিজ গ্রহীতা জমির দখল বুঝে নিতে সরকারি বিভিন্ন দফতরে ছোটাছুটি করেও কোনো প্রতিকার পাননি।

প্রতিকার না পেলেও লিজ গ্রহীতা বাৎসরিক ইজারা মূল পরিশোধ করেছেন সাভার আমিনবাজার ভূমি অফিসে। ঢাকা বোট ক্লাব কর্তৃক দখলকৃত জমির লিজ গ্রহীতা বিরুলিয়া এলাকার আতাউল্লাহ মাদবরের ছেলে সাইদুর রহমান সুজন।

খোঁজ নিয়ে জানা যায়, তুরাগ নদীর তীরে ঢাকা বোট ক্লাবের নির্মাণ কাজ শুরু করা হয় ২০২০ সালের শুরুর দিকে। জমি লিজের কোনো কাগজপত্র ছাড়াই জোর করেই সীমানা প্রাচীর নির্মাণ করে ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু প্রকৃত পক্ষে ওই জমির লিজ গ্রহীতা সাইদুর রহমান সুজন মাতবর। নির্মাণ কাজ শুরু করার আগে লিজ বাতিল করা বা অন্য কোনো কাগজপত্র দেখাতে পারেনি ঢাকা বোট ক্লাব।

সাভারের আমিনবাজার ভূমি অফিস সূত্রে জানা যায়, বড়কাকর মৌজার ৪৮ নং খতিয়ানের আর এস ১৩০, এসএ দাগ নং ৯৭২ এবং আর এস ১২৯৭ নং দাগের ০.৭০ একর জমির লীজ গ্রহীতার নাম সাইদুর রহমান সুজন মাতবর।

এ ব্যাপারে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস বলেন, তুরাগ পাড়ের ঢাকা বোট ক্লাবের জমিটি আমাদের না, তবে ওই প্রজেক্টের আশপাশের জমি আমাদের আওতাধীন। বোট ক্লাবকে তুরাগ পাড়ে জমি লিজ দেওয়া হয়েছে কিনা? জানতে চাইলে এই কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাইদুর রহমান সুজন বলেন, জমি লিজ নেওয়ার পর থেকে আমি সরকারি নির্ধারিত ফি প্রদান করে নবায়ন করা হয়েছে। তবে ঢাকা বোট ক্লাব তাদের নির্মাণ কাজ করার সময় আমার লিজ নেওয়া জমিও দখল করে রেখেছে। আমি অনেক চেষ্টা ও তদবির করেও জমি ফেরত নিতে পারিনি। যুগান্তর

Please Share This Post in Your Social Media


সরকারি জমিতে ঢাকা বোট ক্লাব

Update Time : ১০:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১

 

অন্যের লিজ নেওয়া খাস জমিতে জোড় করে নির্মাণ করা হয়েছে ঢাকা বোট ক্লাব। নান্দনিক স্থাপনাটির নির্মাণ কাজ শুরু করার সময় থেকে লিজ গ্রহীতা জমির দখল বুঝে নিতে সরকারি বিভিন্ন দফতরে ছোটাছুটি করেও কোনো প্রতিকার পাননি।

প্রতিকার না পেলেও লিজ গ্রহীতা বাৎসরিক ইজারা মূল পরিশোধ করেছেন সাভার আমিনবাজার ভূমি অফিসে। ঢাকা বোট ক্লাব কর্তৃক দখলকৃত জমির লিজ গ্রহীতা বিরুলিয়া এলাকার আতাউল্লাহ মাদবরের ছেলে সাইদুর রহমান সুজন।

খোঁজ নিয়ে জানা যায়, তুরাগ নদীর তীরে ঢাকা বোট ক্লাবের নির্মাণ কাজ শুরু করা হয় ২০২০ সালের শুরুর দিকে। জমি লিজের কোনো কাগজপত্র ছাড়াই জোর করেই সীমানা প্রাচীর নির্মাণ করে ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু প্রকৃত পক্ষে ওই জমির লিজ গ্রহীতা সাইদুর রহমান সুজন মাতবর। নির্মাণ কাজ শুরু করার আগে লিজ বাতিল করা বা অন্য কোনো কাগজপত্র দেখাতে পারেনি ঢাকা বোট ক্লাব।

সাভারের আমিনবাজার ভূমি অফিস সূত্রে জানা যায়, বড়কাকর মৌজার ৪৮ নং খতিয়ানের আর এস ১৩০, এসএ দাগ নং ৯৭২ এবং আর এস ১২৯৭ নং দাগের ০.৭০ একর জমির লীজ গ্রহীতার নাম সাইদুর রহমান সুজন মাতবর।

এ ব্যাপারে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) হ্যাপি দাস বলেন, তুরাগ পাড়ের ঢাকা বোট ক্লাবের জমিটি আমাদের না, তবে ওই প্রজেক্টের আশপাশের জমি আমাদের আওতাধীন। বোট ক্লাবকে তুরাগ পাড়ে জমি লিজ দেওয়া হয়েছে কিনা? জানতে চাইলে এই কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাইদুর রহমান সুজন বলেন, জমি লিজ নেওয়ার পর থেকে আমি সরকারি নির্ধারিত ফি প্রদান করে নবায়ন করা হয়েছে। তবে ঢাকা বোট ক্লাব তাদের নির্মাণ কাজ করার সময় আমার লিজ নেওয়া জমিও দখল করে রেখেছে। আমি অনেক চেষ্টা ও তদবির করেও জমি ফেরত নিতে পারিনি। যুগান্তর