যাত্রাবাড়ীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : ১২:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / 193

 

রাজধানীর যাত্রাবাড়ী থেকে রাশিদা আক্তার ডলি (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ আগাস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মাতুয়াইল লতিফ ভুঁইয়া কলেজের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

রাশিদা আক্তার ডলির বোন পলি আক্তার জানান, তার বোন একটি প্রতিষ্ঠান থেকে তিন লাখ টাকা লোন নিয়ে তার বাবাকে দেন। ওই প্রতিষ্ঠান থেকে টাকার জন্য চাপ দেওয়া হয়। অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস দেন বলে জানান ডলির বোন পলি।

ডলি পটুয়াখালী জেলার আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি তার স্বামী মিঠু মিয়াসহ যাত্রাবাড়ীর মাতুয়াইল লতিফ ভুঁইয়া কলেজের পাশের একটি বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


যাত্রাবাড়ীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ১২:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

 

রাজধানীর যাত্রাবাড়ী থেকে রাশিদা আক্তার ডলি (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ আগাস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মাতুয়াইল লতিফ ভুঁইয়া কলেজের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

রাশিদা আক্তার ডলির বোন পলি আক্তার জানান, তার বোন একটি প্রতিষ্ঠান থেকে তিন লাখ টাকা লোন নিয়ে তার বাবাকে দেন। ওই প্রতিষ্ঠান থেকে টাকার জন্য চাপ দেওয়া হয়। অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস দেন বলে জানান ডলির বোন পলি।

ডলি পটুয়াখালী জেলার আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি তার স্বামী মিঠু মিয়াসহ যাত্রাবাড়ীর মাতুয়াইল লতিফ ভুঁইয়া কলেজের পাশের একটি বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।