পরিবেশ ধ্বংসকারী রাষ্ট্রগুলো বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে

  • Update Time : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / 344

নিজস্ব প্রতিবেদক:

চাইল্ড এন্ড মাদার কেয়ার, গতি ও সোস্যাল মেডিকেল সার্ভিসেস এর যৌথ উদ্যোগে “বিশ্ব জলাভূ‌মি দিব‌স” ২০২২ পালিত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘর সংলগ্ন এলাকায় এ দিবস পালিত হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় Wetlands action for people and nature “মানুষ ও প্রকৃ‌তির জন্য জলাভূ‌মি”।

মহামারি ক‌রোনার পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এবার শুধু শাহবাগ ও হাকালু‌কি হাও‌রে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

May be an image of 8 people, people standing and outdoors

এ সময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, পরিবেশ ধ্বংসকারী রাষ্ট্রগুলো বাংলাদেশকে ক্ষতি পূরণ দিতে বাধ্য করতে হবে। হাকালু‌কি হাওরকে বাংলাদেশের ৩য় আন্তর্জাতিক রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানানো হয়।

চাইল্ড এন্ড মাদার কেয়ার,

বিশ্ব জলাভূমি দিবস ২ ফেব্রুয়ারি তারিখে সাংবার্ষিক আকারে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। জলাভূমি সংক্রান্ত সম্মেলনে সাক্ষর গ্রহণের দিনকে স্মরণীয় করে রাখতেই এ দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এ দিনে কাস্পিয়ান সাগর তীরবর্তী ইরানের রামসার শহরে জলাভূমি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যাতে জলাভূমির আন্তর্জাতিক উপযোগিতার কথা তুলে ধরা হয়েছিল।

১৯৯৭ সালে প্রথমবারের মতো বিশ্বব্যাপী এ দিবস উদযাপিত হয়েছিল এবং শুরু থেকেই দিবসটিকে সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ দিবস পালন করা হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media


পরিবেশ ধ্বংসকারী রাষ্ট্রগুলো বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে

Update Time : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চাইল্ড এন্ড মাদার কেয়ার, গতি ও সোস্যাল মেডিকেল সার্ভিসেস এর যৌথ উদ্যোগে “বিশ্ব জলাভূ‌মি দিব‌স” ২০২২ পালিত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘর সংলগ্ন এলাকায় এ দিবস পালিত হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় Wetlands action for people and nature “মানুষ ও প্রকৃ‌তির জন্য জলাভূ‌মি”।

মহামারি ক‌রোনার পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এবার শুধু শাহবাগ ও হাকালু‌কি হাও‌রে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

May be an image of 8 people, people standing and outdoors

এ সময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, পরিবেশ ধ্বংসকারী রাষ্ট্রগুলো বাংলাদেশকে ক্ষতি পূরণ দিতে বাধ্য করতে হবে। হাকালু‌কি হাওরকে বাংলাদেশের ৩য় আন্তর্জাতিক রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও জানানো হয়।

চাইল্ড এন্ড মাদার কেয়ার,

বিশ্ব জলাভূমি দিবস ২ ফেব্রুয়ারি তারিখে সাংবার্ষিক আকারে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে। জলাভূমি সংক্রান্ত সম্মেলনে সাক্ষর গ্রহণের দিনকে স্মরণীয় করে রাখতেই এ দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এ দিনে কাস্পিয়ান সাগর তীরবর্তী ইরানের রামসার শহরে জলাভূমি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল যাতে জলাভূমির আন্তর্জাতিক উপযোগিতার কথা তুলে ধরা হয়েছিল।

১৯৯৭ সালে প্রথমবারের মতো বিশ্বব্যাপী এ দিবস উদযাপিত হয়েছিল এবং শুরু থেকেই দিবসটিকে সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ দিবস পালন করা হয়ে থাকে।