হেফাজতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাবির ১০১ শিক্ষকের বিবৃতি
- Update Time : ১০:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / 183
আসিফ আজাদ সিয়াম,রাবি প্রতিনিধি:
হেফাজতে ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একশ এক শিক্ষক। বিবৃতিতে তারা হেফাজত ও তাদের সহযোগী ‘সাম্প্রদায়িক’ শক্তিকে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান।
সোমবার (০৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, শাল্লার সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলো, ব্রাক্ষ্মণবাড়িয়াসহ দেশব্যাপী সহিংস তা-ব দেশবাসির মত আমরাও পর্যবেক্ষণ করেছি। দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে মুজিববর্ষ পালন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানরা ভিডিও বার্তা পাঠিয়েছেন। আবার কেউ কেউ সশরীরে অনুষ্ঠানে যোগদান করে জাতির পিতার স্মৃতির প্রতিশ্রদ্ধা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে শিক্ষকরা আরো বলেন, বিশ্বের যেসব সরকার প্রধান সশরীরে এসেছেন তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যতম। নরেন্দ্র মোদির আগমনকে ইস্যু করে হেফাজতে ইসলাম ও তাদের সহযোগী সাম্প্রদায়িক অপশক্তির সহিংস তা-ব ও ধ্বংসলীলাকে আমরা ঘৃণাকরি। আমাদের মনে রাখতে হবে এই যে সন্ত্রাসীরা যেসব স্থাপনা ও সম্পদ ধ্বংস করেছে তা ভারতের নয়, বাংলাদেশের সম্পদ। এটা আজ দিবালোকের মত সত্য যে, এরা বঙ্গবন্ধু, স্বাধীনতা, দেশের উন্নয়ন ও অগ্রগতি বিরোধী। এই সন্ত্রাসী গোষ্ঠীকে শক্ত হাতে দমন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য দেশবাসিকে আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক চিত্ত রঞ্জন মিশ্র, দর্শন বিভাগের অধ্যাপক আবু বক্কর, ইংরেজি বিভাগের অধ্যাপক এম শহীদুল্লাহ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ স্বাক্ষর করেন।