রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি সিয়াম ও সাধারণ সম্পাদক সবুজ

  • Update Time : ০৪:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / 256
রাজশাহী প্রতিনিধি:

নুর মোহাম্মদ সিয়ামকে সভাপতি ও সিরাজুম মবিন সবুজকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর ছাত্রলীগের ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়েছে।

ছয় সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহসভাপতি আরেফিন পারভেজ বন্ধন ও মেহেদী হাসান রিমেল, যগ্ম সম্পাদক হাসান রেজা ও সাংগঠনিক সম্পাদক রাসিক দত্ত।

কমিটির বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজনের বায়োডাটা আমাদের কাছে আসে।

যোগ্যতা বিবেচনা করে ৬ সদস্য বিশিষ্ট নগর ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির একটি তালিকা প্রস্তুতের জন্য রাজশাহী মহানগর ছাত্রলীগের নতুন নেতৃত্বকে নির্দেশ প্রদান করা হয়েছে। সেই তালিকা যাচাই-বাছাই করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে।

রাজশাহী মহানগর ছাত্রলীগের নতুন সভাপতি নুর মোহাম্মদ সিয়াম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ আমার ওপর আস্থা রেখে রাজশাহী মহানগরীর দায়িত্ব আমার ওপর ন্যাস্ত করেছেন। আমার ওপর অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারি।‘

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী মহানরগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তবে ওই দিন কমিটি ঘোষণা না করেই ঢাকায় ফিরে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সম্মেলনের প্রথম অধিবেশনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছিলেন, ঢাকায় ফিরে মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। অবশেষে আজ এক বছরের জন্য রাজশাহী মহানগর ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দিলো কেন্দ্রীয় নেতৃত্ব।

Tag :

Please Share This Post in Your Social Media


রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি সিয়াম ও সাধারণ সম্পাদক সবুজ

Update Time : ০৪:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
রাজশাহী প্রতিনিধি:

নুর মোহাম্মদ সিয়ামকে সভাপতি ও সিরাজুম মবিন সবুজকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগর ছাত্রলীগের ছয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়েছে।

ছয় সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহসভাপতি আরেফিন পারভেজ বন্ধন ও মেহেদী হাসান রিমেল, যগ্ম সম্পাদক হাসান রেজা ও সাংগঠনিক সম্পাদক রাসিক দত্ত।

কমিটির বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজনের বায়োডাটা আমাদের কাছে আসে।

যোগ্যতা বিবেচনা করে ৬ সদস্য বিশিষ্ট নগর ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির একটি তালিকা প্রস্তুতের জন্য রাজশাহী মহানগর ছাত্রলীগের নতুন নেতৃত্বকে নির্দেশ প্রদান করা হয়েছে। সেই তালিকা যাচাই-বাছাই করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে।

রাজশাহী মহানগর ছাত্রলীগের নতুন সভাপতি নুর মোহাম্মদ সিয়াম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ আমার ওপর আস্থা রেখে রাজশাহী মহানগরীর দায়িত্ব আমার ওপর ন্যাস্ত করেছেন। আমার ওপর অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারি।‘

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী মহানরগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তবে ওই দিন কমিটি ঘোষণা না করেই ঢাকায় ফিরে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সম্মেলনের প্রথম অধিবেশনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছিলেন, ঢাকায় ফিরে মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। অবশেষে আজ এক বছরের জন্য রাজশাহী মহানগর ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দিলো কেন্দ্রীয় নেতৃত্ব।