নড়াইলে ভাষাশহীদদের স্মরণে ঊষার আলোর ফ্রি ব্লাডগ্রুপিং
- Update Time : ০৫:৪৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / 232
নড়াইল সংবাদদাতা:
নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভাষাশহীদদের স্মরণে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছে সামাজিক সংগঠন ঊষার আলো সমাজকল্যাণ সংঘ।
.
শনিবার (২৭ ফেব্রুয়ারি) নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর বাজারে উক্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
.
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. মোঃ আমিনুর রহমান, প্রকৌশলী গোলাম রাব্বি, ঊষার আলোর সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন, যুগ্ম সম্পাদক রহিমা বিনতে আব্দুল আলীম, নাজমুল হাসান, মহসিন আলম, রজিবুল ইসলাম, রাজু শিকদার প্রমুখ।
.
সংগঠনটির সূত্রে জানা যায়, দুপুর ৩.০০ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত প্রায় দুইশত লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
.
উল্লেখ্য যে, ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে ঊষার আলোর উদ্যোগে নড়াইল জেলার বিভিন্ন জায়গায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচি চলমান রয়েছে। গত ২১ ফেব্রুয়ারি উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান।
Tag :