লামায় পুরাতন রোহিঙ্গাদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী
- Update Time : ১১:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / 192
বিপ্লব দাশ,নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানের লামার রুপসীপাড়া ইউনিয়নের বৈধ্যভিটা এলাকায় পুরাতন রোহিঙ্গাদের অত্যাচারে স্থানীয়রা অতিষ্ঠ।
.
গত (২১ ফেব্রুয়ারি) বৈধ্যভিটার স্থায়ী বাসিন্দা রজ্জব আলীর ছেলে জাফর আলম এর স্ত্রীর সাথে পার্শ্ববর্তী একই গ্রামের পুরাতন রোহিঙ্গা রহমতউল্লাহর ছেলে হারেজ এর স্ত্রীর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভই এর মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে মালেকা বেগম তার স্বামী হারেজ কে বিষয়টি জানালে হারেজ এর নেতৃত্বে পাঁচ- ছয়জন দা কুড়াল ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জাফর আলম এবং তার স্ত্রী মুশরফা বেগম কে বেদড়ক মারধর করে এবং ভুক্তভোগী পরিবারের রান্নাঘরটি ভেঙে দেয় এক পর্যায়ে তাদের আত্নচিৎকার শুনে পাঁশের বাড়ির আবুল কাশেম সহ স্থানীয়রা তাদের উদ্বার করেছে বলে জানিয়েছেন।
.
এ দিকে স্থানীয় ইউপি মেম্বার মোঃ আবু তাহের এই ঘটনার সত্যতা স্বীকার করে সামাজিক ভাবে বিষয়টি সমাধান করবে বলেন। এবং মামলা মোকদ্দমায় না যাওয়ার পরামর্শ দেন। অপরদিকে সম্প্রতিকালে এই এলাকার উঠতি বয়সী যুবকরা মাদক সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। এই সকল রোহিঙ্গারা পৌরসভা ও ইউনিয়নে নাগরিকত্ব ও ভোটার আইডি কার্ড করে সুকৌশলে স্থানীয়দের সাথে আত্নীয়তার বন্ধনে আবদ্ধ হন। সেই সূত্রে রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় সময় রোহিঙ্গারা বৈধ্যভিটা এলাকায় আনাগোনা করে।
.
সম্প্রতিকালে এই এলাকার আয়ুবআলী নামের এক যুবক চট্রগ্রাম ৪০ হাজার পিস ইয়াবা সহ র্যাব এর হাতে আটক হয়। এই নিয়ে এলাকায় মাদকদ্রব্য বৃদ্ধি ও বিক্রেতারা দাপটের সহিত নিরহ জনসাধারন কে হুমকি ও ভয় প্রদশর্ন করে আসছে বলে জানান এলাকাবাসী।
.
এ ব্যাপারে রুপসি পাড়া ইউপি চেয়ারম্যান চাছিংপ্রু মার্মার সাথে আলাপকালে তিনি জানান,অনেক আগে থেকে আট পরিবার রোহিঙ্গা এখানে বসবাস করে আসছে তারা মূলত রোহিঙ্গা হলে ও বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। এবং পারিবারিক ভাবে তাদের অনেকে আত্নীয়স্বজন ও বৃদ্ধি করেছে। এবং গোপনে রোহিঙ্গারা এলাকায় তামাক পাতার কাজ করার জন্য এলাকায় প্রবেশ করে আত্নীয়স্বজনের বাড়িতে আত্নগোপন থেকে নিরবে কাজ করে আবার চলে যায়।
Tag :