নড়াইলে ভাষাশহীদদের স্মরণে ঊষার আলোর ফ্রি ব্লাড গ্রুপিং
- Update Time : ১০:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / 198
মো: খালিদ হোসাইন, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছে সামাজিক সংগঠন ঊষার আলো সমাজকল্যাণ সংঘ।
.
রবিবার (২১ ফেব্রুয়ারি) নড়াইল পৌরসভার গোচরে ও সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে শহীদদের স্মরণে লাখো মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উক্ত ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, পৌর কাউন্সিলর মোঃ আনিসুর রহমান আনিস, ঊষার আলোর সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন, তরুণ সেচ্ছাসেবী সাদ ইমাম, সাব্বির আহমেদ, আতাউল্লাহ মুকরিম, হাসিবুর রহমান, নাজমুস সাকিব, মাহফুজুর রহমান নাবিল, আমিনুর রহমান, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
.
সংগঠনটির সূত্রে জানা যায়, দুপুর ৩.০০ টা থেকে শুরু করে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত প্রায় দুইশত লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
.
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ভাষাশহীদদের স্মরণে ঊষার আলো সমাজকল্যাণ সংঘ যে উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এ দেশের তরুণ প্রজন্মকে এমন উদ্যোগে এগিয়ে আসা উচিত।
Tag :