দেড় ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু

  • Update Time : ০২:১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • / 126
নিজস্ব প্রতিবেদক: 
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল চালু হয়েছে। তবে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
.

বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) রাত ১১টায় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা চালু করা হয়। তবে কুয়াশা অব্যাহত থাকায় সীমিত আকারে গাড়ি ছাড়া হচ্ছে।
.
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্টোলার মো. নজরুল ইসলাম জানান, কুয়াশার ঘনত্ব ৪০ শতাংশেরও নিচে নেমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে টোল প্লাজা বন্ধ রেখে সেতুর ওপর যান চলাচল বন্ধ করা হয়েছিল। এখনও কুয়াশা রয়েছে। তাই দুটি লেনে সীমিত আকারে গাড়ি ছাড়া হচ্ছে।
.
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সন্ধ্যার পর থেকেই কুয়াশা বেড়ে চলেছে। রাত ৯টার পর এর তীব্রতা আরও বাড়তে থাকে। সাড়ে ৯টার দিকে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়।
.
তিনি আরো জানান, রাত ১১টার দিকে টোল প্লাজা খুলে দেওয়া হলেও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে শত শত যানবাহন। মহাসড়কে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল পুলিশ দায়িত্ব পালন করছে।

Tag :

Please Share This Post in Your Social Media


দেড় ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু

Update Time : ০২:১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
নিজস্ব প্রতিবেদক: 
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল চালু হয়েছে। তবে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
.

বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) রাত ১১টায় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা চালু করা হয়। তবে কুয়াশা অব্যাহত থাকায় সীমিত আকারে গাড়ি ছাড়া হচ্ছে।
.
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্টোলার মো. নজরুল ইসলাম জানান, কুয়াশার ঘনত্ব ৪০ শতাংশেরও নিচে নেমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে টোল প্লাজা বন্ধ রেখে সেতুর ওপর যান চলাচল বন্ধ করা হয়েছিল। এখনও কুয়াশা রয়েছে। তাই দুটি লেনে সীমিত আকারে গাড়ি ছাড়া হচ্ছে।
.
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সন্ধ্যার পর থেকেই কুয়াশা বেড়ে চলেছে। রাত ৯টার পর এর তীব্রতা আরও বাড়তে থাকে। সাড়ে ৯টার দিকে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়।
.
তিনি আরো জানান, রাত ১১টার দিকে টোল প্লাজা খুলে দেওয়া হলেও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে শত শত যানবাহন। মহাসড়কে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল পুলিশ দায়িত্ব পালন করছে।