নাটোরে সার্টিফিকেট বিহীন ভুয়া ডাক্তারের কারাদন্ড, ফার্মেসি সিলগালা

  • Update Time : ০৮:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • / 130
এস ইসলাম,নাটোর:
ডাক্তারি সার্টিফিকেট নেই, নেই কোনো চিকিৎসা দেবার যোগ্যতা অথচ নামের আগে ডাঃ ব্যবহার করে রিতীমত দিচ্ছিলেন চিকিৎসা। নাটোরের বাগাতিপাড়ার জামনগর বাজারে শাহদৌল্লা ফার্মেসীর পরিচালক গোলাম মোস্তফা তার নামের আগে ডাঃ ব্যাবহার করে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের সাথে চিকিৎসার নামে করছিলেন প্রতারণা।
.
সরেজমিনে এমন ভুয়া চিকিৎসকের সত্যতা পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহদৌল্লা ফার্মেসীর পরিচালক গোলাম মোস্তফাকে এক মাসের কারা দন্ড প্রদান করে দোকান সিলাগালা করেন।
.
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনন্যা এই প্রতিবেদককে বলেন, নামের আগে ডাঃ লাগিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করার দায়ে উপজেলার জামনগর বাজারের শাহদৌল্লা ফার্মেসীর পরিচালক গোলাম মোস্তফাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া পাশাপাশি তাই ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়। এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Tag :

Please Share This Post in Your Social Media


নাটোরে সার্টিফিকেট বিহীন ভুয়া ডাক্তারের কারাদন্ড, ফার্মেসি সিলগালা

Update Time : ০৮:৩১:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
এস ইসলাম,নাটোর:
ডাক্তারি সার্টিফিকেট নেই, নেই কোনো চিকিৎসা দেবার যোগ্যতা অথচ নামের আগে ডাঃ ব্যবহার করে রিতীমত দিচ্ছিলেন চিকিৎসা। নাটোরের বাগাতিপাড়ার জামনগর বাজারে শাহদৌল্লা ফার্মেসীর পরিচালক গোলাম মোস্তফা তার নামের আগে ডাঃ ব্যাবহার করে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের সাথে চিকিৎসার নামে করছিলেন প্রতারণা।
.
সরেজমিনে এমন ভুয়া চিকিৎসকের সত্যতা পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহদৌল্লা ফার্মেসীর পরিচালক গোলাম মোস্তফাকে এক মাসের কারা দন্ড প্রদান করে দোকান সিলাগালা করেন।
.
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনন্যা এই প্রতিবেদককে বলেন, নামের আগে ডাঃ লাগিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করার দায়ে উপজেলার জামনগর বাজারের শাহদৌল্লা ফার্মেসীর পরিচালক গোলাম মোস্তফাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া পাশাপাশি তাই ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়। এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।