অদম্য ইচ্ছাশক্তি সাফল্যের সোপান-রিপন

  • Update Time : ০৭:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • / 144
সোবহান আলম,নবাবগঞ্জ, দিনাজপুর:
দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া অফিস পাড়া প্রিমিয়ার লীগে প্রফেসার কম্পিউটার্স হয়ে ক্রিকেট খেলতে দেখা যায় এক পা ওয়ালা তরুণ ক্রিকেটার মোঃ রিপন মিয়াকে।
.
মানুষের ভেতর এক বিশাল শক্তি লুকিয়ে আছে তার নাম ইচ্ছাশক্তি। যে শক্তি অফুরন্ত সম্ভবনার দ্বার। এই অফুরন্ত ইচ্ছাশক্তিকে যদি সত্যিকারার্থে জাগ্রত করা যায় তাহলে বিজয় ছিনিয়ে আনা সম্ভব। এমনই এক ব্যাতিক্রমী ক্রিকেটারকে খেলতে দেখা গিয়েছে ১৮ জানুয়ারি বিকেল ৩ টায় ভাদুরিয়া অফিস পাড়া প্রাইমারী স্কুল মাঠে প্রিমিয়ার লীগে।
.
সে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ীর (কালুপাড়া) মোঃ মিনহাজুর রহমানের ছোট ছেলে । বর্তমানে সে ঢাকায় ইউসেপ ইনিষ্টিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে কম্পিউটার ডিপ্লেমা ২য় সেমিস্টারে অধ্যায়নরত । 
.
রিপন জানান, ২০১২ সালে ৪র্থ শ্রেনিতে পড়ার সময় এক সড়ক দুর্ঘটনায় তার পা কেটে ফেলতে হয়েছে। 
ক্রিকেট খেলায় সে ওপেনার পজিশনেই বেশী খেলে এবং উইকেট কিপিং করে থাকে। এক পা নিয়ে খেলতে তার কোন অসুবিধা হয় না এ ছাড়াও ব্যাডমিন্টনও খেলে। সে ভবিষ্যতে একজন ভাল ক্রিকেটার ও ইন্জিনিয়ার হয়ে পরিবার তথা সমাজ তথা দেশের একজন গৌরবজ্বৌল নাগরিক হতে চায় এবং সকলের নিকট দোয়া প্রার্থী।
Tag :

Please Share This Post in Your Social Media


অদম্য ইচ্ছাশক্তি সাফল্যের সোপান-রিপন

Update Time : ০৭:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
সোবহান আলম,নবাবগঞ্জ, দিনাজপুর:
দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া অফিস পাড়া প্রিমিয়ার লীগে প্রফেসার কম্পিউটার্স হয়ে ক্রিকেট খেলতে দেখা যায় এক পা ওয়ালা তরুণ ক্রিকেটার মোঃ রিপন মিয়াকে।
.
মানুষের ভেতর এক বিশাল শক্তি লুকিয়ে আছে তার নাম ইচ্ছাশক্তি। যে শক্তি অফুরন্ত সম্ভবনার দ্বার। এই অফুরন্ত ইচ্ছাশক্তিকে যদি সত্যিকারার্থে জাগ্রত করা যায় তাহলে বিজয় ছিনিয়ে আনা সম্ভব। এমনই এক ব্যাতিক্রমী ক্রিকেটারকে খেলতে দেখা গিয়েছে ১৮ জানুয়ারি বিকেল ৩ টায় ভাদুরিয়া অফিস পাড়া প্রাইমারী স্কুল মাঠে প্রিমিয়ার লীগে।
.
সে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ীর (কালুপাড়া) মোঃ মিনহাজুর রহমানের ছোট ছেলে । বর্তমানে সে ঢাকায় ইউসেপ ইনিষ্টিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে কম্পিউটার ডিপ্লেমা ২য় সেমিস্টারে অধ্যায়নরত । 
.
রিপন জানান, ২০১২ সালে ৪র্থ শ্রেনিতে পড়ার সময় এক সড়ক দুর্ঘটনায় তার পা কেটে ফেলতে হয়েছে। 
ক্রিকেট খেলায় সে ওপেনার পজিশনেই বেশী খেলে এবং উইকেট কিপিং করে থাকে। এক পা নিয়ে খেলতে তার কোন অসুবিধা হয় না এ ছাড়াও ব্যাডমিন্টনও খেলে। সে ভবিষ্যতে একজন ভাল ক্রিকেটার ও ইন্জিনিয়ার হয়ে পরিবার তথা সমাজ তথা দেশের একজন গৌরবজ্বৌল নাগরিক হতে চায় এবং সকলের নিকট দোয়া প্রার্থী।