বার্সেলোনার ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখেছেন মেসি

  • Update Time : ১২:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • / 149
স্পোর্টস ডেস্ক :
.
লিওনেল মেসির লাল কার্ড পাওয়ার ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে অ্যাথলেটিকো বিলবাও। সুপার কোপায় ৫ বছর পর শিরোপা উল্লাসের রাতে বার্সাকে ৩-২ গোলে হারিয়েছে দ্যা লায়ন্স।

শেষ ট্রফি ঘরে তোলার পাচবছর পর আবারও সুপার কোপায় অ্যাথলেটিক বিলবাওয়ের শিরোপা উল্লাস, স্প্যানিশ সুপার কাপ থেখে নিজেদের তিন নম্বর ট্রফি নিয়ে গেলো অ্যাথলেটিক বিল বাও।

সেভিয়ায় সব শঙ্কা দুর করে বার্সার মূল একাদশে লিয়োনেল মেসি। তবে অনেকটাই নিষ্প্রভ। বার্সার বিচ্ছিন্ন অ্যাট্যাকের বিপরিতে ২৬ মিনিটে অ্যাথলেটিক ডিফেন্ডার আন্দের কাপার বুলেট গতির শট ঠেকালেন টেরস্টেগান। বাড়ছিলো ম্যাচের ভোল্টেজ, ৪০ মিনিটে আতোয়া গ্রিজম্যানের পা থেকে গোল পেলো বার্সা।

বার্সার নড়বড়ে ডিফেন্স ভাঙতে সময় নেয়নি বিলবাও, ৪২ মিনিটে অস্কার দে মার্কোস ফেরালেন সমতা।

৭৭ মিনিটে জোরদি আলবার অ্যাসিস্টে আবারও গ্রিজম্যানের স্কোর, তবে সমতায় ফিরতে যেন সময়ই নিচ্ছিলোনা বিলবাও, ১৩ মিনিটের ব্যবধানে ম্যচে সমতা, অ্যাথলেটিক ক্লাবের হয়ে গোল করেন আসিয়ের।

সমতার ম্যাচে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, ৯৩ মিনিটে উইলিয়ামসের গোলে ৩-২ এর লিড বিলবাওয়ের। এরপর আর গোল শোধ দিতে পারেনি বার্সেলোনা,  বার্সার হয়ে ৭৫৩ ম্যাচে প্রথমবারের মত লাল কার্ড দেখেন লিয়োনেল মেসি, এরপরই ম্যাচের শেষ বাশি।

Tag :

Please Share This Post in Your Social Media


বার্সেলোনার ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখেছেন মেসি

Update Time : ১২:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
স্পোর্টস ডেস্ক :
.
লিওনেল মেসির লাল কার্ড পাওয়ার ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে অ্যাথলেটিকো বিলবাও। সুপার কোপায় ৫ বছর পর শিরোপা উল্লাসের রাতে বার্সাকে ৩-২ গোলে হারিয়েছে দ্যা লায়ন্স।

শেষ ট্রফি ঘরে তোলার পাচবছর পর আবারও সুপার কোপায় অ্যাথলেটিক বিলবাওয়ের শিরোপা উল্লাস, স্প্যানিশ সুপার কাপ থেখে নিজেদের তিন নম্বর ট্রফি নিয়ে গেলো অ্যাথলেটিক বিল বাও।

সেভিয়ায় সব শঙ্কা দুর করে বার্সার মূল একাদশে লিয়োনেল মেসি। তবে অনেকটাই নিষ্প্রভ। বার্সার বিচ্ছিন্ন অ্যাট্যাকের বিপরিতে ২৬ মিনিটে অ্যাথলেটিক ডিফেন্ডার আন্দের কাপার বুলেট গতির শট ঠেকালেন টেরস্টেগান। বাড়ছিলো ম্যাচের ভোল্টেজ, ৪০ মিনিটে আতোয়া গ্রিজম্যানের পা থেকে গোল পেলো বার্সা।

বার্সার নড়বড়ে ডিফেন্স ভাঙতে সময় নেয়নি বিলবাও, ৪২ মিনিটে অস্কার দে মার্কোস ফেরালেন সমতা।

৭৭ মিনিটে জোরদি আলবার অ্যাসিস্টে আবারও গ্রিজম্যানের স্কোর, তবে সমতায় ফিরতে যেন সময়ই নিচ্ছিলোনা বিলবাও, ১৩ মিনিটের ব্যবধানে ম্যচে সমতা, অ্যাথলেটিক ক্লাবের হয়ে গোল করেন আসিয়ের।

সমতার ম্যাচে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, ৯৩ মিনিটে উইলিয়ামসের গোলে ৩-২ এর লিড বিলবাওয়ের। এরপর আর গোল শোধ দিতে পারেনি বার্সেলোনা,  বার্সার হয়ে ৭৫৩ ম্যাচে প্রথমবারের মত লাল কার্ড দেখেন লিয়োনেল মেসি, এরপরই ম্যাচের শেষ বাশি।