সুন্দরগঞ্জে জাতীয় পার্টির আব্দুর রশিদ বিজয়ী

  • Update Time : ১২:০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • / 115
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
.
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এ ফলাফল ঘোষণা করেন।
.
শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা নজির বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
.
আব্দুর রশিদ রেজা সরকার দুই হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে আব্দুল আল মামুন পেয়েছে ২ হাজার ৫৫৮ ভোট।
.
এছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী আবু খায়ের মশিউর রহমান সবুজ পেয়েছে ২০০ ভোট, মো. আল শাহাদাৎ জামান জিকো (জগ) পেয়েছে ৪২ ভোট, মো. খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ) ২ হাজার ৫৪০ভোট, গোলাম আহসান হাবীব মাসুদ (সিংহ) পেয়েছে ২৫৩০ ভোট ও দেবাশীষ কুমার সাহা (মোবাইলফোন) পেয়েছে ৯৩৪ ভোট।
.
সংরক্ষিত আসন ১ রুবিয়া বেগম (চশমা), ২ আসনে মাসুমা বেগম (জবাফুল), ৩ নং সংরক্ষিত আসনে মনোয়ারা বেগম (জবা ফুল) নির্বাচিত হয়েছেন। অপরদিকে ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছামিউল ইসলাম (পানির বোতল), ২ নং ওয়ার্ডে মাজেদুর রহমান প্রামানিক রুনু (উটপাখি), ৩ নং ওয়ার্ডে জামিউল ইসলাম (টেবিল ল্যাম্প), ৪ নং ওয়ার্ডে ডাক্তার মাহবুবুর রহমান (পানির বোতল), ৫ নং ওয়ার্ডে মশিউর রহমান (উটপাখি), ৬ নং ওয়ার্ডে লাবলু মিয়া (উটপাখি), ৭ নং শাহীন মিয়া (উটপাখি), ৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান (উটপাখি) ও ৯ নং ওয়ার্ডে দীপক কুমার সরকার (পানির বোতল) নির্বাচিত হয়েছেন।
 
Tag :

Please Share This Post in Your Social Media


সুন্দরগঞ্জে জাতীয় পার্টির আব্দুর রশিদ বিজয়ী

Update Time : ১২:০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
.
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এ ফলাফল ঘোষণা করেন।
.
শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা নজির বিহীন নিরাপত্তার মধ্য দিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
.
আব্দুর রশিদ রেজা সরকার দুই হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে আব্দুল আল মামুন পেয়েছে ২ হাজার ৫৫৮ ভোট।
.
এছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী আবু খায়ের মশিউর রহমান সবুজ পেয়েছে ২০০ ভোট, মো. আল শাহাদাৎ জামান জিকো (জগ) পেয়েছে ৪২ ভোট, মো. খয়বর হোসেন মওলা (নারিকেল গাছ) ২ হাজার ৫৪০ভোট, গোলাম আহসান হাবীব মাসুদ (সিংহ) পেয়েছে ২৫৩০ ভোট ও দেবাশীষ কুমার সাহা (মোবাইলফোন) পেয়েছে ৯৩৪ ভোট।
.
সংরক্ষিত আসন ১ রুবিয়া বেগম (চশমা), ২ আসনে মাসুমা বেগম (জবাফুল), ৩ নং সংরক্ষিত আসনে মনোয়ারা বেগম (জবা ফুল) নির্বাচিত হয়েছেন। অপরদিকে ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছামিউল ইসলাম (পানির বোতল), ২ নং ওয়ার্ডে মাজেদুর রহমান প্রামানিক রুনু (উটপাখি), ৩ নং ওয়ার্ডে জামিউল ইসলাম (টেবিল ল্যাম্প), ৪ নং ওয়ার্ডে ডাক্তার মাহবুবুর রহমান (পানির বোতল), ৫ নং ওয়ার্ডে মশিউর রহমান (উটপাখি), ৬ নং ওয়ার্ডে লাবলু মিয়া (উটপাখি), ৭ নং শাহীন মিয়া (উটপাখি), ৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান (উটপাখি) ও ৯ নং ওয়ার্ডে দীপক কুমার সরকার (পানির বোতল) নির্বাচিত হয়েছেন।