মতলবে উচ্ছ্বাস এর উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
- আপডেটের সময়: ০৪:৩০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / 284
নিজস্ব প্রতিবেদক:
মতলব শিক্ষার্থী উন্নয়ন ফোরামের (উচ্ছ্বাস) উদ্যোগে ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারী) বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২৯৭ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এম ইশফাক আহসান,সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শামসুল ইসলাম নয়ন।

মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ এমএ কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ সম্পাদক বাদশা শাওন, সহ-সম্পাদক আনফাল সরকার পমন, উচ্ছাস কেন্দ্রীয় উপকমিটির সভাপতি সফিউল আলম প্রধান। অনুষ্ঠান পরিচালনা করেন মতলব শিক্ষার্থী উন্নয়ন ফোরাম উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাকিব।



























