তানোর পৌরসভায় নৌকার প্রার্থী’র পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

  • Update Time : ০৯:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • / 107

আব্দুর রাজ্জাক রাজু, (রাজশাহী) তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইমরুল হকের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। শুক্রবার (১৫ই জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মেয়র পদের জন্য তাঁর পক্ষে এ মনোনয়নপত্র উত্তোলন করেন দর্লীয় নেতাকর্মীরা।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক পাপুল সরকার, আওয়ামী লীগ নেতা সার্জেন্ট (অবঃ) মনি, তারেক সরকার, তানোর পৌর যুবলীগ নেতা ওহাব সরদার, যুবলীগ নেতা রানা, বাচ্চু সরকার, মৃদুল সরকার, কৃষক লীগ নেতা আরব আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে আবারও ইমরুল হককে মেয়র পদে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইমরুল পৌর আওয়ামী লীগের সভাপতি। গত পৌর নির্বাচনেও তিনি দর্লীয় প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তবে তিনি বর্তমান বিএনপির মেয়র মিজানুর রহমান মিজানের কাছে ১৩ ভোটে পরাজিত হয়েছিলেন।

চতুর্থ ধাপে তানোর পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় লড়তে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৭ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। নয়টি ওয়ার্ডে মোট ভোটার ২৪ হাজার ৬৬৭ জন। ১৯৯৫ সালের পহেলা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তানোর পৌরসভার যাত্রা শুরু হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


তানোর পৌরসভায় নৌকার প্রার্থী’র পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

Update Time : ০৯:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১

আব্দুর রাজ্জাক রাজু, (রাজশাহী) তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইমরুল হকের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। শুক্রবার (১৫ই জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মেয়র পদের জন্য তাঁর পক্ষে এ মনোনয়নপত্র উত্তোলন করেন দর্লীয় নেতাকর্মীরা।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক পাপুল সরকার, আওয়ামী লীগ নেতা সার্জেন্ট (অবঃ) মনি, তারেক সরকার, তানোর পৌর যুবলীগ নেতা ওহাব সরদার, যুবলীগ নেতা রানা, বাচ্চু সরকার, মৃদুল সরকার, কৃষক লীগ নেতা আরব আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে আবারও ইমরুল হককে মেয়র পদে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইমরুল পৌর আওয়ামী লীগের সভাপতি। গত পৌর নির্বাচনেও তিনি দর্লীয় প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তবে তিনি বর্তমান বিএনপির মেয়র মিজানুর রহমান মিজানের কাছে ১৩ ভোটে পরাজিত হয়েছিলেন।

চতুর্থ ধাপে তানোর পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় লড়তে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৭ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। নয়টি ওয়ার্ডে মোট ভোটার ২৪ হাজার ৬৬৭ জন। ১৯৯৫ সালের পহেলা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তানোর পৌরসভার যাত্রা শুরু হয়।