নবাবগঞ্জে স্ত্রী কর্তৃক স্বামীকে খুনের অভিযোগ
- আপডেটের সময়: ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
- / 244
অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী মরফিয়া বেগমকে আটক করেছে পুলিশ। নিহত স্বামী চান মিয়া ওরফে চান্দু(৪০) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আলেফ উদ্দিনের পুত্র। স্বজনরা জানান, রাতে স্বামী স্ত্রী একই ঘরে ছিলেন।
শুক্রবার সকালে অভিযুক্ত মরফিয়া বেগমের কান্নাকাটির শব্দে আশেপাশের লোকজন নিহতের বাড়ীতে এসে তার শয়ন ঘরে তাকে খাটের মধ্যে মৃত অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশকে সংবাদ দেয়।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান, প্রাথমিক ভাবে এটি হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন ও থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে। অভিযুক্তকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ট্যাগ :



























