নবাবগঞ্জে মসজিদ নির্মাণে শিবলী সাদিক এমপির ৫০ হাজার টাকা অনুদান
- আপডেটের সময়: ০৬:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
- / 229
অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জে পশ্চিম ফতেপুরে মসজিদ পূর্ন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৮ টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
উদ্বোধন উপলক্ষে উপজেলার পশ্চিম ফতেপুর মসজিদ কমিটির সভাপতি সামাদ মিয়ার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ তাঁর নিজস্ব তহবিল থেকে মসজিদ পূর্ন নির্মানের জন্য ৫০ হাজার টাকা ও সরকারি ভাবে ১ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আমির হোসেন, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল ইসলাম সাধারণ সম্পাদক শমিম মিয়া, সাংবাদিক ওসমান আলী সহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ট্যাগ :



























