ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬

  • Update Time : ১২:০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • / 304

আন্তর্জাতিক ডেস্ক :
ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। খবর খালিজ টাইমস।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে সুলাওসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৭ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। এ সময় আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে।

ভূমিকম্পের উৎস সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি। যদি আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাহলে সুনামির ব্যাপারে সতর্ক করা হবে।

প্রাথমিকভাবে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছিল, ভূমিকম্পে মাজনিতে ৪ জন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এছাড়া মামুজুর আশপাশ এলাকায় এতে ৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

সংস্থাটি বলছে, ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোরে ভূমিকম্প আঘাত হানলে হাজার হাজার আতঙ্কিত মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন।

উল্লেখ্য, ২০১৮ সালে সুলাওসি দ্বীপের পালু শহরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই আঘাত হানে সুনামি। এতে ১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬

Update Time : ১২:০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১

আন্তর্জাতিক ডেস্ক :
ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। খবর খালিজ টাইমস।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে সুলাওসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৭ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। এ সময় আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ এলাকায় সরে গেছে।

ভূমিকম্পের উৎস সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার (৩ দশমিক ৭৩ মাইল) উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি। যদি আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে তাহলে সুনামির ব্যাপারে সতর্ক করা হবে।

প্রাথমিকভাবে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছিল, ভূমিকম্পে মাজনিতে ৪ জন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এছাড়া মামুজুর আশপাশ এলাকায় এতে ৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

সংস্থাটি বলছে, ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোরে ভূমিকম্প আঘাত হানলে হাজার হাজার আতঙ্কিত মানুষ বাড়িঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন।

উল্লেখ্য, ২০১৮ সালে সুলাওসি দ্বীপের পালু শহরে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই আঘাত হানে সুনামি। এতে ১ হাজার মানুষের প্রাণহানি ঘটে।