ডোমারে পৌর ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেটের সময়: ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / 229
মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নিলফামারী প্রতিনিধি:
.
নীলফামারীর ডোমারে বাংলাদেশ ছাত্রলীগ ডোমার পৌর শাখার ব্যানারে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
.
সোমবার (৪ঠা জানুয়ারি) সকাল ৮ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
.
বিকেল ৫টায় ডোমার বাজারস্ত বাটার মোড় হইতে একটি বর্ণাঢ্যর্্যালী শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে কেক কেটে আলোচনা সভায় মিলিত হয়।
.
পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিক্ষাবীদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, বিশেষ অতিথি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ডোমার পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান মঞ্জু, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনছুর আলী, আব্দুল বারেক,
.
উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল, গনেশ কুমার আগরওয়ালা , উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী, বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা শাখার সহ সভাপতি ও ডোমার উপজেলা শাখার সাবেক সভাপতি ওয়াসিফ আহমেদ সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় পৌরসভার ৯টি ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগ :



























