নরসিংদীর বেলাবতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জন নিহত

  • Update Time : ০৩:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
  • / 146

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি নামক স্থানে শুক্রবার বিকেল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঢাকা ছেড়ে আসা আল মোবারক পরিবহনে যাত্রীবাহী বাস ঢাকা-মেট্রো-ব-১৫-৭২৩৫ এর সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-৩১-৭৮৭২ এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪জন নিহত ও ১জন গুরুতর আহত হয়। নিহতদের মধ্যে ৩ নারী ও ১ পুরুষ রয়েছে।

আহত ১জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় আল মোবারক পরিবহনে যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের উপরে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাইভেটকারটি বাড়ায় চালিত এটা নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ প্রশাসন।

বেলাব থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় প্রেরণ করেছে।নিহতদের লাশ প্রাইভেটকারের সাথে পিষে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।

বেলাব থানার ওসি সাফায়েত হোসেন জানান নিহতদের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


নরসিংদীর বেলাবতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জন নিহত

Update Time : ০৩:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার দড়িকান্দি নামক স্থানে শুক্রবার বিকেল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ঢাকা ছেড়ে আসা আল মোবারক পরিবহনে যাত্রীবাহী বাস ঢাকা-মেট্রো-ব-১৫-৭২৩৫ এর সাথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ-৩১-৭৮৭২ এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪জন নিহত ও ১জন গুরুতর আহত হয়। নিহতদের মধ্যে ৩ নারী ও ১ পুরুষ রয়েছে।

আহত ১জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় আল মোবারক পরিবহনে যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের উপরে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাইভেটকারটি বাড়ায় চালিত এটা নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ প্রশাসন।

বেলাব থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় প্রেরণ করেছে।নিহতদের লাশ প্রাইভেটকারের সাথে পিষে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।

বেলাব থানার ওসি সাফায়েত হোসেন জানান নিহতদের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।