বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল
- আপডেটের সময়: ০৩:৫৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / 209
নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস-২০২০ উদ্যাপন উপলক্ষে আজ বা’দ জোহর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
.
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
.
দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম পিএইচডি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব ও পেশ ইমাম মুফতি মাওলানা মহিবুল্লাহ আল বাকী নদভী।
.
দোয়ায় মহান বিজয়ের মাসে জাতির পিতা, তাঁর পরিবারের সকল শহীদ সদস্য, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, দুই লাখ নির্যাতীতা মা- বোনসহ সকল মরহুম মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসাথে যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ জীবিত আছেন তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়। কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণে আক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করেছেন তাঁদের আত্মার মাগফিরাত এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
.
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
ট্যাগ :



























