বগুড়ায় সাংবাদিকদের উপর হামলা, ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেটের সময়: ০২:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / 233

বগুড়ায় সময় টিভির সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপারসন রবিউল ইসলাম রবির ওপর হামলাকারী ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া সদরের দশটিকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য।

এদিকে হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা জনি মিয়া ও নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমানসহ ১০-১২ জনের নামে সদর থানায় মামলা করেন আহত সাংবাদিক মাজেদ রহমান।

মামলার কিছু আগে ছিনতাই করা ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙা অবস্থায় স্থানীয় একটি ঘর থেকে উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশ। মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ছিনতাই হওয়া ক্যামেরা ও মাইক্রোফোন উদ্ধার করা হয়েছে।

শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানান, এ ঘটনায় জড়িত শ্রমিক লীগের স্থানীয় নেতা জনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশন বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপাসেন রবিউল ইসলাম রবি হামলার শিকার হন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


বগুড়ায় সাংবাদিকদের উপর হামলা, ইউপি সদস্য গ্রেফতার

আপডেটের সময়: ০২:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

বগুড়ায় সময় টিভির সাংবাদিক মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপারসন রবিউল ইসলাম রবির ওপর হামলাকারী ইউপি সদস্য লুৎফর রহমান লাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া সদরের দশটিকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য।

এদিকে হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা জনি মিয়া ও নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমানসহ ১০-১২ জনের নামে সদর থানায় মামলা করেন আহত সাংবাদিক মাজেদ রহমান।

মামলার কিছু আগে ছিনতাই করা ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙা অবস্থায় স্থানীয় একটি ঘর থেকে উদ্ধার করে বগুড়া সদর থানা পুলিশ। মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার হয়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ছিনতাই হওয়া ক্যামেরা ও মাইক্রোফোন উদ্ধার করা হয়েছে।

শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানান, এ ঘটনায় জড়িত শ্রমিক লীগের স্থানীয় নেতা জনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশন বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরাপাসেন রবিউল ইসলাম রবি হামলার শিকার হন।