২০২০ সালে নির্যাতনের শিকার ২৪৭ সাংবাদিক

  • Update Time : ১১:৩২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / 201
নিজস্ব প্রতিবেদক: 

২০২০ সালে সংবাদ সংগ্রহ ও প্রকাশকালে আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়েছেন ২৪৭ জন সাংবাদিক। আর এতে প্রাণ হারিয়েছেন দুজন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে মানবাধিকার পরিস্থিতি ২০২০ নিয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন আসক সদস্য আবু আহমেদ ফজলুল কবির।

প্রতিবেদনে বলা হয়, ‘করোনাকালে মত প্রকাশের অধিকার খর্ব করে দমন-পীড়ন বেড়েছে। বিশেষ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতার বৃদ্ধি পেয়েছে। আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের তথ্য মতে ২০২০ সালে ১২৯ টি ডিজিটাল মামলায় ২৬৮ জন কে আসামি করা হয়। এসব মামলায় শিক্ষক, সাংবাদিকসহ ছাত্রদের আসামি করা হয়েছে। এতে আরও বলা হয়, উগ্র ধর্মান্ধ গোষ্ঠী ভিন্ন মত পোষণকারীদের ওপর হামলা করছে। ২০২০ সালে হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের ৬৭টি উপাসনালয় ভাঙচুর করা হয়। এসব ঘটনায় ৭১ জন ভিন্ন ধর্মাবলম্বী আহত হয়েছে।’

এতে বলা হয়, বিগত বছরগুলোর মতো ২০২০ সালেও গণপিটুনির প্রবণতা কমেনি। এই সময়ে গণপিটুনির ঘটনায় ৩৫ জন নিহত হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


২০২০ সালে নির্যাতনের শিকার ২৪৭ সাংবাদিক

Update Time : ১১:৩২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক: 

২০২০ সালে সংবাদ সংগ্রহ ও প্রকাশকালে আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়েছেন ২৪৭ জন সাংবাদিক। আর এতে প্রাণ হারিয়েছেন দুজন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে মানবাধিকার পরিস্থিতি ২০২০ নিয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন আসক সদস্য আবু আহমেদ ফজলুল কবির।

প্রতিবেদনে বলা হয়, ‘করোনাকালে মত প্রকাশের অধিকার খর্ব করে দমন-পীড়ন বেড়েছে। বিশেষ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতার বৃদ্ধি পেয়েছে। আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের তথ্য মতে ২০২০ সালে ১২৯ টি ডিজিটাল মামলায় ২৬৮ জন কে আসামি করা হয়। এসব মামলায় শিক্ষক, সাংবাদিকসহ ছাত্রদের আসামি করা হয়েছে। এতে আরও বলা হয়, উগ্র ধর্মান্ধ গোষ্ঠী ভিন্ন মত পোষণকারীদের ওপর হামলা করছে। ২০২০ সালে হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের ৬৭টি উপাসনালয় ভাঙচুর করা হয়। এসব ঘটনায় ৭১ জন ভিন্ন ধর্মাবলম্বী আহত হয়েছে।’

এতে বলা হয়, বিগত বছরগুলোর মতো ২০২০ সালেও গণপিটুনির প্রবণতা কমেনি। এই সময়ে গণপিটুনির ঘটনায় ৩৫ জন নিহত হয়েছে।