রূপগঞ্জে চাঁদা না পেয়ে বসত ভিটা ভাঙচুরের অভিযোগ

  • Update Time : ০৭:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • / 178
রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় ৩০ বছরের বসত বাড়ির সীমানা দেওয়াল ভাঙচুর ও মালিক পক্ষকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
.
এ ঘটনায় ভুক্তভুগীরা পুলিশ হেডকোয়ার্টারের আইজিপি ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
.
আইজিপি বরাবরে লিখিত অভিযোগে প্রবাসী দুলাল মিয়ার স্ত্রী উল্লেখ করেন, আমরা রূপগঞ্জের আমলাব ইসলামাবাদ (কালি) এলাকায় দীর্ঘ ৩০ বছর যাবৎ ৩৬ শতাংশ জমি ক্রয় করে বসবাস করে আসছি।
.
গত ৬ মাস যাবৎ এলাকার শীর্ষ সন্ত্রাস ফারুক, ভূমিদস্যু মতিউর রহমান ও জমির উদ্দিন ডিইআইজির নাম ভাঙিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে।No description available.
.
তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় এবং থানায় জিডি করায় গত ১০’ই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে স্থানীয় যুবলীগ নেতা হাবীবের নির্দেশে ১৫/২০ জন লোক বাড়িতে আক্রমণ করে বাড়ি বেড়া, দরজা, জানালা ও দোকান ভাঙচুর করে।
.
এসময় আমাদের লোকজনকে মারধর করে আহত করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে দ্বিতীয় পর্যায়ে বিবাদীরা গত ১৯’শে ডিসেম্বর শনিবার আবারও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বাড়ির লোকজনকে মারধর করে গুরুতর জখম করে।
.
এসময় হামলাকারীরা তাদের দাবিকৃত চাঁদা না দিলে বাড়িতে কেউ শান্তিতে থাকতে পারবেনা বলে হুমকি প্রদান করে চলে যায়। এর আগে গত ১০ ও ১৯ ডিসেম্বরে বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধর করার ঘটনায় প্রবাসী দুলাল মিয়ার ভাগিনা মোঃ সুমন রূপগঞ্জ থানায় লিখিতভাবে সাধারণ ডায়েরী ও অভিযোগ দায়ের করেন।
.
এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম পাটোয়ারী জানান, অভিযোগকারী এবং অভিযুক্ত দুই পক্ষই জমির মালিকানা দাবি করছে। দীর্ঘদিন যাবৎ তাদের এই বিবাদ চলছে এবং থানায় উভয় পক্ষের একাধীক জিডি ও অভিযোগ রয়েছে। তাছাড়া জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তিনি জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীআইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।/আজকের নারায়ণগঞ্জ
Tag :

Please Share This Post in Your Social Media


রূপগঞ্জে চাঁদা না পেয়ে বসত ভিটা ভাঙচুরের অভিযোগ

Update Time : ০৭:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় ৩০ বছরের বসত বাড়ির সীমানা দেওয়াল ভাঙচুর ও মালিক পক্ষকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
.
এ ঘটনায় ভুক্তভুগীরা পুলিশ হেডকোয়ার্টারের আইজিপি ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
.
আইজিপি বরাবরে লিখিত অভিযোগে প্রবাসী দুলাল মিয়ার স্ত্রী উল্লেখ করেন, আমরা রূপগঞ্জের আমলাব ইসলামাবাদ (কালি) এলাকায় দীর্ঘ ৩০ বছর যাবৎ ৩৬ শতাংশ জমি ক্রয় করে বসবাস করে আসছি।
.
গত ৬ মাস যাবৎ এলাকার শীর্ষ সন্ত্রাস ফারুক, ভূমিদস্যু মতিউর রহমান ও জমির উদ্দিন ডিইআইজির নাম ভাঙিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে।No description available.
.
তাদের দাবিকৃত চাঁদা না দেওয়ায় এবং থানায় জিডি করায় গত ১০’ই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে স্থানীয় যুবলীগ নেতা হাবীবের নির্দেশে ১৫/২০ জন লোক বাড়িতে আক্রমণ করে বাড়ি বেড়া, দরজা, জানালা ও দোকান ভাঙচুর করে।
.
এসময় আমাদের লোকজনকে মারধর করে আহত করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে দ্বিতীয় পর্যায়ে বিবাদীরা গত ১৯’শে ডিসেম্বর শনিবার আবারও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বাড়ির লোকজনকে মারধর করে গুরুতর জখম করে।
.
এসময় হামলাকারীরা তাদের দাবিকৃত চাঁদা না দিলে বাড়িতে কেউ শান্তিতে থাকতে পারবেনা বলে হুমকি প্রদান করে চলে যায়। এর আগে গত ১০ ও ১৯ ডিসেম্বরে বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধর করার ঘটনায় প্রবাসী দুলাল মিয়ার ভাগিনা মোঃ সুমন রূপগঞ্জ থানায় লিখিতভাবে সাধারণ ডায়েরী ও অভিযোগ দায়ের করেন।
.
এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম পাটোয়ারী জানান, অভিযোগকারী এবং অভিযুক্ত দুই পক্ষই জমির মালিকানা দাবি করছে। দীর্ঘদিন যাবৎ তাদের এই বিবাদ চলছে এবং থানায় উভয় পক্ষের একাধীক জিডি ও অভিযোগ রয়েছে। তাছাড়া জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তিনি জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীআইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।/আজকের নারায়ণগঞ্জ