‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন

  • Update Time : ০১:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • / 170
নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার রাজধানীতে আওয়ামী লীগসহ এর সহযোগী ও অঙ্গ সংগঠন আলোচনা সভা, মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করেছ।

এদিন সকাল থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন সকল ইউনিটে মিছিল-সমাবেশ করেছে।

এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীতে বিভিন্ন জায়গায় দলের শীত বস্ত্র বিতরণ করেছে নেতাকর্মীরা।

দিবসটিকে কেন্দ্র করে মিছিল সমাবেশ করে কেন্দ্রীয় যুবলীগ। যুবলীগের মিছিল মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়। সেটি জিরো পয়েন্ট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখান এক সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

দিবসটি উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে নেতাকর্মীরা আনন্দ র‌্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এদিন সকাল সাড়ে ১১টায় র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলাভবন, ভিসি চত্বর, টিএসসি, রাজু ভাস্কর্যসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

শোভাযাত্রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে কৃষক লীগ। সংগঠনের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। সেখানে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। দিবসটি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় কমিটি। সভায় দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া রাজধানীর বাইরে প্রতিটি মহানগর, জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উৎযাপন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন

Update Time : ০১:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার রাজধানীতে আওয়ামী লীগসহ এর সহযোগী ও অঙ্গ সংগঠন আলোচনা সভা, মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করেছ।

এদিন সকাল থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আওতাধীন সকল ইউনিটে মিছিল-সমাবেশ করেছে।

এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীতে বিভিন্ন জায়গায় দলের শীত বস্ত্র বিতরণ করেছে নেতাকর্মীরা।

দিবসটিকে কেন্দ্র করে মিছিল সমাবেশ করে কেন্দ্রীয় যুবলীগ। যুবলীগের মিছিল মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়। সেটি জিরো পয়েন্ট হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখান এক সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

দিবসটি উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে নেতাকর্মীরা আনন্দ র‌্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এদিন সকাল সাড়ে ১১টায় র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলাভবন, ভিসি চত্বর, টিএসসি, রাজু ভাস্কর্যসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

শোভাযাত্রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে কৃষক লীগ। সংগঠনের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। সেখানে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

গণতন্ত্রের বিজয় দিবস পালন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। দিবসটি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় কমিটি। সভায় দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া রাজধানীর বাইরে প্রতিটি মহানগর, জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উৎযাপন করা হয়েছে।