সিরিজ সামনে থাকায় আবারো আলোচনায় মাশরাফি

  • Update Time : ০৭:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
  • / 151
ওয়েস্ট উইন্ডিজ সিরিজ সামনে থাকায় আবারো আলোচনায় মাশরাফি বিন মোর্ত্তুজা।
.

আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষ মাশরাফির! ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানালেন বোর্ডের পরিকল্পনায় নেই ম্যাশ। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারকে গুড বাই জানালে পেতে পারেন সুযোগ। আসছে বছরে আন্তর্জাতিক ব্যস্ত সূচি থাকায় বিসিবির ভাবনায় তিন ফরম্যাটের দল।

গেল মার্চে অধিনায়কত্ব থেকে রাজসিক বিদায়। ওটাই কি তাহলে আন্তর্জাতিক ক্যারিয়ারে মাশরাফির শেষ ম্যাচ?

বোর্ডের বর্তমান চিন্তা-ভাবনা আর দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় আপাতত সেটাই মনে হচ্ছে। কেন্দ্রীয় চুক্তিতে আর থাকছেন না ম্যাশ খবরটা পুরোনো। এবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান সাফ জানিয়ে দিলেন, দলের পরিকল্পনাতেই নেই টাইগার সাবেক কাপ্তান।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, এখন পর্যন্ত তাকে নিয়ে আমরা কোন পরিকল্পনা করি নি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাশরাফি কি চাচ্ছে। আমরাতো আর একজন ইয়ং প্লেয়ারের সঙ্গে তার তুলনা করবো না।

উইন্ডিজ সিরিজের দল নিয়ে চলছে কাটাছেড়া। কোচিং স্টাফ থেকে নির্বাচক প্যানেল.. ঔ একটা নাম নিয়ে একেবারে চুপচাপ। মাশরাফি থাকছেন না আপাতত এমনটাই। তাই আগের স্কোয়াড থেকে খুব একটা পরিবর্তন নেই।

আকরাম খান বলেন, যাদের দলে খেলার সম্ভাবনা অনেক বেশি, যাদের সবসময়ই পাওয়া যায়। তাদেরকেই আমরা প্রাধান্য দিচ্ছি। আমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে বায়োবাবলে প্লেয়াররা কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

শুধু উইন্ডিজ সিরিজ নিয়েই ভাবছে না বিসিবি। সামনের তিন বছরে তিন বিশ্বকাপ৷চলছে টেস্ট চ্যাম্পিয়নশিপ৷তাইতো তিন ফরম্যাটের দল নিয়েই সাজানো হচ্ছে পরিকল্পনা৷

৩ জানুয়ারি ঢাকায় পা রাখবে কোচিং স্টাফের সবাই। নতুন বছরের প্রথম সপ্তাহে শুরু হবে টাইগারদের ক্যাম্প। আর সিরিজের ঠিক আগ দিয়ে নিজেদের মধ্যে হবে দুটা প্রস্তুতি ম্যাচ।

Tag :

Please Share This Post in Your Social Media


সিরিজ সামনে থাকায় আবারো আলোচনায় মাশরাফি

Update Time : ০৭:২৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
ওয়েস্ট উইন্ডিজ সিরিজ সামনে থাকায় আবারো আলোচনায় মাশরাফি বিন মোর্ত্তুজা।
.

আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষ মাশরাফির! ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানালেন বোর্ডের পরিকল্পনায় নেই ম্যাশ। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারকে গুড বাই জানালে পেতে পারেন সুযোগ। আসছে বছরে আন্তর্জাতিক ব্যস্ত সূচি থাকায় বিসিবির ভাবনায় তিন ফরম্যাটের দল।

গেল মার্চে অধিনায়কত্ব থেকে রাজসিক বিদায়। ওটাই কি তাহলে আন্তর্জাতিক ক্যারিয়ারে মাশরাফির শেষ ম্যাচ?

বোর্ডের বর্তমান চিন্তা-ভাবনা আর দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় আপাতত সেটাই মনে হচ্ছে। কেন্দ্রীয় চুক্তিতে আর থাকছেন না ম্যাশ খবরটা পুরোনো। এবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান সাফ জানিয়ে দিলেন, দলের পরিকল্পনাতেই নেই টাইগার সাবেক কাপ্তান।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, এখন পর্যন্ত তাকে নিয়ে আমরা কোন পরিকল্পনা করি নি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাশরাফি কি চাচ্ছে। আমরাতো আর একজন ইয়ং প্লেয়ারের সঙ্গে তার তুলনা করবো না।

উইন্ডিজ সিরিজের দল নিয়ে চলছে কাটাছেড়া। কোচিং স্টাফ থেকে নির্বাচক প্যানেল.. ঔ একটা নাম নিয়ে একেবারে চুপচাপ। মাশরাফি থাকছেন না আপাতত এমনটাই। তাই আগের স্কোয়াড থেকে খুব একটা পরিবর্তন নেই।

আকরাম খান বলেন, যাদের দলে খেলার সম্ভাবনা অনেক বেশি, যাদের সবসময়ই পাওয়া যায়। তাদেরকেই আমরা প্রাধান্য দিচ্ছি। আমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে বায়োবাবলে প্লেয়াররা কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

শুধু উইন্ডিজ সিরিজ নিয়েই ভাবছে না বিসিবি। সামনের তিন বছরে তিন বিশ্বকাপ৷চলছে টেস্ট চ্যাম্পিয়নশিপ৷তাইতো তিন ফরম্যাটের দল নিয়েই সাজানো হচ্ছে পরিকল্পনা৷

৩ জানুয়ারি ঢাকায় পা রাখবে কোচিং স্টাফের সবাই। নতুন বছরের প্রথম সপ্তাহে শুরু হবে টাইগারদের ক্যাম্প। আর সিরিজের ঠিক আগ দিয়ে নিজেদের মধ্যে হবে দুটা প্রস্তুতি ম্যাচ।