BOC এর শীতবস্ত্র বিতরণ

  • Update Time : ১২:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
  • / 212
নিজস্ব প্রতিবেদক: 
হিম হিম শীতের এ বছরটায় নতুন উপদ্রব করোনা। যেখানে ভরণপোষণ নিয়েই একজন মানুষের দুর্বিষহ অবস্থা সেখানে শীতের কাপড় নিজের ও নিজের পরিবারের জন যোগানো যেন মরার উপর খরার ঘা। সবার জন্য উষ্ণতা – BOC শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইন ২০২০ এই স্লোগানকে সামনে রেখে গত ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শীতবস্ত্র বিতরণ করলো BRIDGESTONE OF CAMPUSIAN এর সদস্যরা।
.
এ সময় বাস্তবিকই অসহায় এমন ভিক্ষুক, পথশিশু,কুলি,প্রতিবন্ধী সহ সর্বমোট ৫০ জন মানুষকে প্রশাসনের সহায়তায় কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
.
এ প্রসংগে জানতে চাইলে, ঐ কার্যক্রমের বস্ত্র সংরক্ষণ ও বিতরণ বিষয়ক উপ সম্পাদক আহসানুল হক আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সমাজ ও সমাজে সর্বস্তরের মানুষ ও পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে।
.
শীতকালীন সময়ে বাংলাদেশের বড়ো একটি অংশ শীতের তীব্রতায় ভোগে। তাদের একটু উষ্ণতা পৌঁছাতে পেরে সত্যিই ভালো লাগছে। আমরা ভবিষ্যতেও এ-ই ধরনের মহৎ উদ্যোগ হাতে নিবো ইনশাআল্লাহ। এছাড়াও উক্ত ক্যাম্পেইনে অন্যান্য সদস্য মাশিউর হাসনাত, মাহার আফরোজ রিতু,সাবাহ ইয়ামিন,ফিহিমা আফনান ইলমা,নাজনিন নাহার শায়লা তাঁদের ভালো লাগার কথা এবং ভবিষ্যতেও এরকম কাজে নিজেদের অনর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করেন। সংগঠনটির কয়েকজন সদস্যদের সাথেও এ বিষয় যোগাযোগ করা হয়।
.
উক্ত ক্যাম্পেইনের যুগ্ম আহবায়ক ও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, আলহামদুলিল্লাহ, সকলের সহযোগিতা এবং আন্তরিকতায় আমরা এত বড় একটি ক্যাম্পেইনের প্রথম কার্যক্রমটি খুব সুন্দরভাবে করতে পেরেছি। এবং আশা করছি এই ক্যাম্পেইনের বাকি কার্যক্রমগুলি যা ঢাকার বাহিরে অন্যায় জেলায় করতে যাচ্ছে সেখানেও সকলের স্বতঃস্ফূর্ত সাহায্য পাবো।
.
Bridgestone Of Campusian এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং শীত বস্ত্র বিতরণ কমিটির আহবায়ক তোফায়েল আহসান বিলাশ জানান, স্পন্সরশিপে না গিয়ে ওপেন ফান্ডরাইজিংয়ের দিকে গিয়েছিলাম আমরা।সবাই যে এত বেশি সাড়া দিবে তা আমাদের ধারণা ছিলো না।এই উৎসাহটা আমাদের সামনে আরো এই কাজগুলোর প্রতি প্রেরণা দিবে।
.
তিনি আরো উল্লেখ করেন, আমাদের অনেকেরি একটা ধারণা আছে যে,সহযোগিতা মানে হয়তো টাকা দিয়ে সাহায্য করা বুঝাচ্ছে।আদতে তা নয়, আমাদের আশেপাশের এবং ফেসবুক ফ্রেন্ডলিস্টের যারা এরকম কাজে আগ্রহী তাদেরকে জানিয়েও আমরা এই ফান্ড রাইজ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি খুব সহজেই।
.
উল্লেখ্য, BRIDGESTONE OF CAMPUSIAN সংগঠনটি ২০১৮ সালের ১ ফেব্রুয়ারী প্রতিষ্ঠা লাভ করে।সমাজের অসহায় মানুষ তথা এতিম শিশু,সিনিয়র সিটিজেনদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
.
BOCর পক্ষ থেকে সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে তাঁদের এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। সহযোগিতা করতে – বিকাশ : 01858031203, 01764911223 ডিবিবিএল : 017849421557 নগদ: 01858031203
Tag :

Please Share This Post in Your Social Media


BOC এর শীতবস্ত্র বিতরণ

Update Time : ১২:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক: 
হিম হিম শীতের এ বছরটায় নতুন উপদ্রব করোনা। যেখানে ভরণপোষণ নিয়েই একজন মানুষের দুর্বিষহ অবস্থা সেখানে শীতের কাপড় নিজের ও নিজের পরিবারের জন যোগানো যেন মরার উপর খরার ঘা। সবার জন্য উষ্ণতা – BOC শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইন ২০২০ এই স্লোগানকে সামনে রেখে গত ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শীতবস্ত্র বিতরণ করলো BRIDGESTONE OF CAMPUSIAN এর সদস্যরা।
.
এ সময় বাস্তবিকই অসহায় এমন ভিক্ষুক, পথশিশু,কুলি,প্রতিবন্ধী সহ সর্বমোট ৫০ জন মানুষকে প্রশাসনের সহায়তায় কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।
.
এ প্রসংগে জানতে চাইলে, ঐ কার্যক্রমের বস্ত্র সংরক্ষণ ও বিতরণ বিষয়ক উপ সম্পাদক আহসানুল হক আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সমাজ ও সমাজে সর্বস্তরের মানুষ ও পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে।
.
শীতকালীন সময়ে বাংলাদেশের বড়ো একটি অংশ শীতের তীব্রতায় ভোগে। তাদের একটু উষ্ণতা পৌঁছাতে পেরে সত্যিই ভালো লাগছে। আমরা ভবিষ্যতেও এ-ই ধরনের মহৎ উদ্যোগ হাতে নিবো ইনশাআল্লাহ। এছাড়াও উক্ত ক্যাম্পেইনে অন্যান্য সদস্য মাশিউর হাসনাত, মাহার আফরোজ রিতু,সাবাহ ইয়ামিন,ফিহিমা আফনান ইলমা,নাজনিন নাহার শায়লা তাঁদের ভালো লাগার কথা এবং ভবিষ্যতেও এরকম কাজে নিজেদের অনর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করেন। সংগঠনটির কয়েকজন সদস্যদের সাথেও এ বিষয় যোগাযোগ করা হয়।
.
উক্ত ক্যাম্পেইনের যুগ্ম আহবায়ক ও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, আলহামদুলিল্লাহ, সকলের সহযোগিতা এবং আন্তরিকতায় আমরা এত বড় একটি ক্যাম্পেইনের প্রথম কার্যক্রমটি খুব সুন্দরভাবে করতে পেরেছি। এবং আশা করছি এই ক্যাম্পেইনের বাকি কার্যক্রমগুলি যা ঢাকার বাহিরে অন্যায় জেলায় করতে যাচ্ছে সেখানেও সকলের স্বতঃস্ফূর্ত সাহায্য পাবো।
.
Bridgestone Of Campusian এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং শীত বস্ত্র বিতরণ কমিটির আহবায়ক তোফায়েল আহসান বিলাশ জানান, স্পন্সরশিপে না গিয়ে ওপেন ফান্ডরাইজিংয়ের দিকে গিয়েছিলাম আমরা।সবাই যে এত বেশি সাড়া দিবে তা আমাদের ধারণা ছিলো না।এই উৎসাহটা আমাদের সামনে আরো এই কাজগুলোর প্রতি প্রেরণা দিবে।
.
তিনি আরো উল্লেখ করেন, আমাদের অনেকেরি একটা ধারণা আছে যে,সহযোগিতা মানে হয়তো টাকা দিয়ে সাহায্য করা বুঝাচ্ছে।আদতে তা নয়, আমাদের আশেপাশের এবং ফেসবুক ফ্রেন্ডলিস্টের যারা এরকম কাজে আগ্রহী তাদেরকে জানিয়েও আমরা এই ফান্ড রাইজ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি খুব সহজেই।
.
উল্লেখ্য, BRIDGESTONE OF CAMPUSIAN সংগঠনটি ২০১৮ সালের ১ ফেব্রুয়ারী প্রতিষ্ঠা লাভ করে।সমাজের অসহায় মানুষ তথা এতিম শিশু,সিনিয়র সিটিজেনদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
.
BOCর পক্ষ থেকে সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে তাঁদের এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। সহযোগিতা করতে – বিকাশ : 01858031203, 01764911223 ডিবিবিএল : 017849421557 নগদ: 01858031203