১ জানুয়ারি নতুন বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

  • Update Time : ০৫:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
  • / 191
নিজস্ব প্রতিবেদক:

প্রতিবছরের মত এবারও প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। ১ জানুয়ারি শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেয়ার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। করোনা মাহামারিতে বই উৎসব হচ্ছে না, স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল থেকেই বই বিতরণ করা হবে। শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার কর্মসূচি বাস্তবায়নে এদিন প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও কর্মচারীকে স্কুল উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের স্কুলে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে এবার স্কুলগুলোতে বই পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল থেকেই বই বিতরণ করা হবে। করোনা পরিস্থিতির কারণে এবার সারাদেশে বই উৎসব হচ্ছেনা। আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বই বিতরণের আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন। পরের দিন সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বই বিতরণ করা হবে।

জানা গেছে, করোনার কারণে এবার বিকল্প পদ্ধতিতে বই বিতরণ করবে সরকার। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে এবার ক্লাস ও রোল অনুযায়ী বই প্যাকেটজাত করা থাকবে। ভিন্ন ভিন্ন দিনে ক্লাস ও রোল অনুযায়ী শিক্ষার্থীরা বই সংগ্রহ করবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপপরিচালকদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আগের বছরগুলেরা মত এ বছরও ১ জানুয়ারি প্রাক প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেয়ার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সব শিক্ষক কর্মচারীকে বিদ্যালয়ে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপপরিচালকদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী অসুস্থ ও সন্তান সম্ভবা শিক্ষকরা বিদ্যালয়ের উপস্থিত থাকা থেকে বিরত থাকবেন।

Tag :

Please Share This Post in Your Social Media


১ জানুয়ারি নতুন বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

Update Time : ০৫:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক:

প্রতিবছরের মত এবারও প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। ১ জানুয়ারি শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেয়ার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। করোনা মাহামারিতে বই উৎসব হচ্ছে না, স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল থেকেই বই বিতরণ করা হবে। শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার কর্মসূচি বাস্তবায়নে এদিন প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও কর্মচারীকে স্কুল উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের স্কুলে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে এবার স্কুলগুলোতে বই পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল থেকেই বই বিতরণ করা হবে। করোনা পরিস্থিতির কারণে এবার সারাদেশে বই উৎসব হচ্ছেনা। আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বই বিতরণের আনুষ্ঠানিকতার উদ্বোধন করবেন। পরের দিন সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বই বিতরণ করা হবে।

জানা গেছে, করোনার কারণে এবার বিকল্প পদ্ধতিতে বই বিতরণ করবে সরকার। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে এবার ক্লাস ও রোল অনুযায়ী বই প্যাকেটজাত করা থাকবে। ভিন্ন ভিন্ন দিনে ক্লাস ও রোল অনুযায়ী শিক্ষার্থীরা বই সংগ্রহ করবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপপরিচালকদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আগের বছরগুলেরা মত এ বছরও ১ জানুয়ারি প্রাক প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেয়ার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সব শিক্ষক কর্মচারীকে বিদ্যালয়ে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপপরিচালকদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুযায়ী অসুস্থ ও সন্তান সম্ভবা শিক্ষকরা বিদ্যালয়ের উপস্থিত থাকা থেকে বিরত থাকবেন।