বিদেশগামীদের কোভিড-১৯ পরীক্ষায় আরও ২১ ল্যাব
- আপডেটের সময়: ০৫:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / 222
ইসমাইল হোসেন:
স্বাস্থ্য অধিদপ্তরের মতামতের পরিপ্রেক্ষিতে বিদেশ গমনেচ্ছু যাত্রীদের জন্য কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য ২১টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান/আরটি-পিসিআর ল্যাবকে অনুমতি প্রদান করা হয়েছে।
.
বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান/আরটি-পিসিআর ল্যাবগুলো হলো:
ঢাকার ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল; ঢাকার পরিবাগে নোভাস ক্লিনিক্যাল রিসার্চ সার্ভিস লিমিটেড; গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল; ঢাকার গ্রিন রোডে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল; ঢাকার আব্দুল্লাহপুরে আইচি হাসপাতাল লিঃ; বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ এন্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল; ঢাকার মিরপুরে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস; ঢাকার মিরপুরে আলোক হেলথ কেয়ার লিঃ; ঢাকার শ্যামলীতে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিঃ; ঢাকার শান্তিনগরে বসুন্ধরা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার; ঢাকার পশ্চিম পান্থপথে ডিএনএ সল্যুশন লিঃ;
.
ঢাকার সোবাহানবাগে বায়োমেড ডায়াগনস্টিক; ঢাকার রামপুরায় ডাইনামিক ল্যাব ডায়াগনস্টিক এন্ড মেডিকেল চেক আপ; ঢাকার পান্থপথে বিআরবি হসপিটাল লিমিটেড; ঢাকার তেজগাঁওয়ে সিএসবিএফ হেলথ সেন্টার; ঢাকার মালিবাগ মোড়ে প্রাইম ডায়াগনস্টিক লিমিটেড; ঢাকার উত্তর বাড্ডায় প্রেসক্রিপসন পয়েন্ট; ঢাকার মিরপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-বিআইএইচএস; সিলেটের উপশহর পয়েন্টে সীমান্তিক প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার; চট্টগ্রামের পাঁচলাইশে নিজাম রোডে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রাঃ) লিঃ এবং কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।
ট্যাগ :



























