আরামবাগের বিপক্ষে ৩-২ গোলে উত্তর বারিধারার জয়

  • আপডেটের সময়: ০২:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • / 214
নিজস্ব প্রতিবেদক:
ফেডারেশন কাপের গ্রুপ পর্বের লড়াইয়ে দিনের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া চক্র কে ৩-২ গোলে হারিয়েছে উত্তর বারিধারা। দিনের ২য় ম্যাচে একুট পরে মাঠে নামবে সাইফ স্পোর্টিং ও ব্রাদার্স ইউনিয়ন।
.

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বারিধারার ক্লাবটি। পাল্টা আক্রমনে গেছে আরামবাগও; তবে হয়নি কাজের কাজ।  প্রথম পয়তাল্লিশের দাপুটে ফুটবলে ২-০ তে এগিয়ে যায় বারিধারা। মাঝে এক গোল শোধ দেয় আরামবাগ, আর প্রথমার্ধের যোগ করা সময়ে আরো এক গোল করে বিরতিতে যায় উত্তরবারিধারা।

পরে আরো এক এক গোল করে শুধু ব্যাধানই কমিয়েছে ঝিল পাড়ের ক্লাবটি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে আছ আরামবাগ।  আর সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-০ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে উত্তর বারিধারা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


আরামবাগের বিপক্ষে ৩-২ গোলে উত্তর বারিধারার জয়

আপডেটের সময়: ০২:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক:
ফেডারেশন কাপের গ্রুপ পর্বের লড়াইয়ে দিনের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া চক্র কে ৩-২ গোলে হারিয়েছে উত্তর বারিধারা। দিনের ২য় ম্যাচে একুট পরে মাঠে নামবে সাইফ স্পোর্টিং ও ব্রাদার্স ইউনিয়ন।
.

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বারিধারার ক্লাবটি। পাল্টা আক্রমনে গেছে আরামবাগও; তবে হয়নি কাজের কাজ।  প্রথম পয়তাল্লিশের দাপুটে ফুটবলে ২-০ তে এগিয়ে যায় বারিধারা। মাঝে এক গোল শোধ দেয় আরামবাগ, আর প্রথমার্ধের যোগ করা সময়ে আরো এক গোল করে বিরতিতে যায় উত্তরবারিধারা।

পরে আরো এক এক গোল করে শুধু ব্যাধানই কমিয়েছে ঝিল পাড়ের ক্লাবটি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে আছ আরামবাগ।  আর সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-০ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে উত্তর বারিধারা।