হ্যাপি নিউ ইয়ার

  • আপডেটের সময়: ০৫:২১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • / 267

সাজিয়া ইসলাম দিবা

নতুন বছরের নতুন দিন,
কাটুক সবার আরো রঙিন।

নতুন আলোর ছোঁয়ায় জীবন ভরে উঠুক,
নতুন বছরে সকলের মনে দোলা লাগুক।

সব হতাশা আর গ্লানির হোক অবসান,
হাসি ফুটুক সবার মুখে কাটুক সকল ব্যবধান।

শীতের কুয়াশা কেটে যাক আসুক বসন্ত,
সুখ আসুক সবার জীবনে ঘটুক প্রতিক্ষার অন্ত।

নতুন বছর সুখ সমৃদ্ধি বয়ে আনুক,
সব দ্বিধা দ্বন্দ ও পুরানো বিবাদ কাটুক।

সব ভুলে নতুন করে সোনালী স্বপ্ন সাজাই,
এই শুভকামনায় সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই…।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


হ্যাপি নিউ ইয়ার

আপডেটের সময়: ০৫:২১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০

সাজিয়া ইসলাম দিবা

নতুন বছরের নতুন দিন,
কাটুক সবার আরো রঙিন।

নতুন আলোর ছোঁয়ায় জীবন ভরে উঠুক,
নতুন বছরে সকলের মনে দোলা লাগুক।

সব হতাশা আর গ্লানির হোক অবসান,
হাসি ফুটুক সবার মুখে কাটুক সকল ব্যবধান।

শীতের কুয়াশা কেটে যাক আসুক বসন্ত,
সুখ আসুক সবার জীবনে ঘটুক প্রতিক্ষার অন্ত।

নতুন বছর সুখ সমৃদ্ধি বয়ে আনুক,
সব দ্বিধা দ্বন্দ ও পুরানো বিবাদ কাটুক।

সব ভুলে নতুন করে সোনালী স্বপ্ন সাজাই,
এই শুভকামনায় সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই…।