নীলফামারীতে ফেসবুকে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তি
- আপডেটের সময়: ১১:২৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / 201
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় আকাশ রয় নিরব নামে এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে । সে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজারের পাশের গনেশ রায়ের ছেলে। শনিবার সকালে তার(Akash Roy Nirob) নামের ফেসবুক আইডি থেকে তার ফ্রেন্ডলিস্টের বেশ কয়েকজন বন্ধুর ফেসবুক পোস্টে বিশ্বনবীকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করে।
.
হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় গালাগালের পোস্ট ও সে তারই আইডিতে পোস্ট করে। আকাশ রয়ের কটুক্তির স্কিন শর্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই স্থানীয়রা প্রতিবাদ শুরু করে।
.
তার স্ট্যাটাসে বিশ্বনবীকে কাম,ক্রোধ,মোহ ও লোভে লালায়িত একজন নরপিশাচ হিসেবে উল্লেখ করেন।
.
নাবালিকা ধর্ষক,বিশ্বখ্যাত ভিলেন,লম্পট খলনায়ক,অসুর, লুটতরাজ,ঘাতক,কসাই সহ আরও বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে সে তার স্ট্যাটাস আপলোড দেন।
.
শনিবার রাত আটটার পরে আকাশ রয় ফেসবুক লাইভে এসে স্বীকার করে সে পোস্টটি দিয়েছিলো,এবং পরবর্তীতে সেটি ফেসবুক থেকে রিমুভ করে দেয়।তার মন্তব্যে সে আরও উল্লেখ করে আমরা ইসলাম চাই না।আমরা ইসলামের হাত থেকে মুক্তি পেতে চাই।
.
এদিকে শনিবার রাত থেকেই গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে স্থানীয়রা সবাই একজোট হয়ে তার বিচার এবং শাস্তি দাবী করে শ্লোগান দিতে থাকে।
.
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয়রা জানান,পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে এমন মন্তব্য করার অধিকার এই পৃথিবীর কারো নেই,হোক সে মুসলিম বা হিন্দু বা বৌদ্ধ।এই ছেলে ইতিপূর্বেও ইসলাম নিয়ে নানাধরনের বাজে মন্তব্য করতো।
.
আজ সে যা করেছে,এটি মেনে নেওয়ার মতো না।আমরা এটার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল বলেন, আমরা সরেজমিনে গিয়েছি। ঘটনার সত্যতা পেয়েছি। তদন্ত সাপেক্ষ আসামিকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।
ট্যাগ :



























