নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাস্কর্যগুলোর নিরাপত্তায় পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, প্রয়োজনে ভাস্কর্যগুলোর নিরাপত্তা দিতে প্রতিটি ভাস্কর্যের সামনে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
কর্তৃপক্ষের মাধ্যমে ভাস্কর্যের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে পুলিশ সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন তিনি। শনিবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সে দিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’
.
তিনি করোনার দ্বিতীয় ঢেউয়েও সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।



























