রংপুর প্রতিনিধি:
বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
.
বৃহস্পতিবার বিকেলে, নগরীর তাজহাট থানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ আট শিক্ষক ও এক কর্মকর্তার নামে এজাহার দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম এই অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, জাতীয় পতাকা বিকৃত করে ক্যাম্পাসে বিজয় দিবস উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা। এর আগে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র, শিক্ষক ও জেলা যুবলীগ নেতারা। আর ঘটনার তদন্ত করে ব্যবস্থার আশ্বাস পুলিশের।



























