ভা‘স্ক‘র্যতে আচর দেয়া মানে আমাদের বুকে লা‘থি মা‘রা
- আপডেটের সময়: ০৬:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / 293
মো: রাসেল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, দেশবাসী দেখতে পাচ্ছে বঙ্গবন্ধুর ভা‘স্ক‘র্য নিয়ে তারা কি খে‘লার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর ভাষ্ক‘র্যতে চুল পরিমান আ‘চর দে‘য়ার মানে হচ্ছে আমাদের বুকে লা‘থি মা‘রা। আমরা এটা স‘হ্য করবো না।
বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় ভিডিও কন‘ফা‘রেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরো বলেন, এসব ষ‘ড়য‘ন্ত্র, অপ‘ক‘র্ম ও ধ্বং‘সলী‘লা বন্ধ করেন। তা না হলে আইন কিন্তু তাঁর নিজস্ব গতিতেই চলবে এবং তখন আপনাদেরকে কেউ ক্ষ‘মা করবে না।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার ভূমি হাছিবা খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী প্রমূখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























