বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ডিইউজের প্রতিবাদ সমাবেশ

  • আপডেটের সময়: ০৫:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • / 230

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার  প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। প্রতিবাদ সমাবেশে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান সাংবাদিক নেতারা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মানে বঙ্গবন্ধুকে অবমাননা করা। আর বঙ্গবন্ধুকে অবমাননা করা মানে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবমাননা করা। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বর্তমান সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুগ্ম সম্পাদক খায়রুল আলম,নির্বাহী সদস্য রাজু হামিদ প্রমুখ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ডিইউজের প্রতিবাদ সমাবেশ

আপডেটের সময়: ০৫:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার  প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। প্রতিবাদ সমাবেশে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান সাংবাদিক নেতারা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মানে বঙ্গবন্ধুকে অবমাননা করা। আর বঙ্গবন্ধুকে অবমাননা করা মানে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবমাননা করা। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বর্তমান সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুগ্ম সম্পাদক খায়রুল আলম,নির্বাহী সদস্য রাজু হামিদ প্রমুখ।