কুমিল্লায় উপ নির্বাচনে ডিউটিতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর দেড় শতাধিক অসুস্থ
- আপডেটের সময়: ০৫:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / 243
তিনি জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ সমস্যা হয়েছে। আমরা সাধ্যমতো সেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আগের তুলনায় অসুস্থদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাদের মধ্যে একজন গুরুতর হওয়ায় রাতেই কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
তিনি আরও জানান, খাবারটি পরীক্ষা করলে বুঝতে পারবো কোনও ধরনের মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করা হয়েছে কিনা, বা খাবারে কোনও সমস্যা আছে কিনা সেটা নিশ্চিত হওয়া যাবে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি নাজমুল হক জানান, খাবার সরবরাহকারী ‘ইত্যাদি রেস্টুরেন্ট’ নামে ওই হোটেলের ম্যানেজারসহ দুই জনকে আটক রাখা হয়েছে।
বুধবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের ইত্যাদি রেস্টুরেন্টে খাবার খেয়ে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হন। বিকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীদের মধ্যে পুলিশ ও আনসার সদস্যদের পেট ব্যাথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয় পড়েন।
কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্তদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে এর কোনও প্রভাব পরবে না। তাদের বিকল্প হিসেবে ফোর্স পাঠানো হয়েছে।



























