চিঠি
- আপডেটের সময়: ০৭:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / 250
জান্নাতুল নাঈম
মানুষ নাকি প্রেমে পড়লে বার্তা লেখে!
কিন্তু আমি তো প্রেমেও পড়েনি,
কিংবা বিচ্ছেদও ঘটেনি,
আমাদের মাঝে কোনো কিছু ঘটেনি।
তবু কেনো আমি অভিযোগ মাখানো ইহা বিশাল বার্তা লিখি!!
শেষ বার্তায় অনেক কিছু থেকে থাকে
মানুষ তো প্রিয় থেকে অপ্রিয় বনে যাওয়া তাঁকেই মনে রাখে।
আমি তো রোজই হৃদয়কে বলি এটাই শেষ কথা,
তখনই শুরু হয় নীল বিবর্ণ ব্যাথা,
আমার ভেতর এক মহাসাগর বেদনা রোজ উতলায়ে পড়ে,
গ্রীষ্মের বাতাসের মতো হু হু বেদনা বাড়ে।
অনিন্দ্য শোনো,
তুমিও জেগে থাকো,
আমি ও জেগে থাকি
অথচ আমাদের কথা হবেনা কিংবা হয়না
তোমাকে বলতে চেয়ে হাত গুটিয়ে ফেলি
নিশ্চিত তুমিও ফেলো।
তুমি বড্ড অবুঝ,
কোথায় থেকে শুরু করে শেষ হয়,
কিংবা সাজানো সব কিছু হারাতে না হয়,
এতোটুকু বুদ্ধি কি তোমাতে আসেনি!!!!
তুমি শুধু সময় বুঝো,
তুমি শুধু বর্তমান বুঝো,
ভবিতব্যের ছিটেফোঁটা চিন্তার আবরণ তোমাতে থাকেনা।
তুমি শুভ্র মেঘ, ভুবন ডাঙ্গানো হাঁসি দেখলেই ছুটে যাও
একটু শিউলী ফুল দেখলেই বিবাগী হয়ে যাও,
যেখানে সেখানে যখন ইচ্ছে ভাসাও মনের নাও,
তোমাতে স্মৃতির ফ্রেমের ভাবনা নেই।
স্বল্প স্মৃতি বড্ড সুন্দর বুঝোনি
বুঝলেও অন্ধকারে ভাবোনি,
ভাবলেও হিসাব কষতে পারোনি
হিসাব বড্ড ধীরে ধীরে কষতে হয়
তবেই অর্জনের হয় নাকো ক্ষয়।।
এখন আমরা দুজনি নিশাচর,
আমরা এখন নিদ্রাহীন পাখি,
আমি কেমন প্রেমময় কলমী লতা জানো?
একবার প্রেম পড়লে বাড়তে বাড়তে সারা হৃদয়ে বাড়তে থাকে।
তোমার ভাবনার ভেতরের উঠোনে কি আমি আসি??
নাকি তোমার কোনো উঠোন নেই?
পরবাসীদের তো আবার উঠোন থাকেনা,
আমার একটা সুবিশাল প্রেমময় উঠোন আছে।
তুমি কিনবে?
যেখানে প্রেম স্রোতের মতো উতলায়,
শিউলী ফুলের মতো বিশুদ্ধ প্রাকৃতিক প্রেম ঝরে,
আমি বহুকাল এই প্রেমের চাষ করেছি
এখন বিক্রি করতে চাই,
আজকাল আমি সব বিক্রি করে মন দূরে যেতে চায়,
যেখানে একাকির মাঝেও ডুবে সুখ আহরণ করা যায়।



























