ডোমারে ৫ জয়িতাকে বিশেষ সম্মাননা
- আপডেটের সময়: ০২:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / 271
মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নিলফামারী প্রতিনিধি:
“শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা” কমলা রঙের বিশ্ব নারী, বাধার পথ দেবেই পাড়ি”” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ৫ জন জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মগ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
.
বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন করা হয়।
.
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সফল নারী উদ্যোক্তা আসমা সিদ্দিকা বেবী, ২০১৯ সালে নীলফামারী জেলার শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে শ্রেষ্ঠ জয়িতা প্রধান শিক্ষিকা নাজিরা ফেরদৌসী প্রমুখ বক্তব্য রাখেন।
.
উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাকিবুল আহমেদ চৌধুরীর সঞ্চালনায়, ৫জন জয়িতারদের ছবি সম্বলিত সন্মাননা ক্রেস্ট, মগ ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
.
তারা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ছোট রাউতা গ্রামের খায়রুন নেছা। তিনি অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী। ডোমার পৌরসভা এলাকার ৪নং ওয়ার্ডের সৈয়দা মোর্শেদা পারভীন। তিনি শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী। উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা এলাকার এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের মাতা রাবিয়া বেগম। তিনি একজন সফল জননী নারী। উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় এলাকার নাসিমা আক্তার। তিনি নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দ্যমে জীবন শুরু করা নারী। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটী এলাকার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ।
.
তিনি সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী। এই পাঁচ জন নারীকে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতা বাংলার নারীদের সম্বর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, যে বেগম রোকেয়া রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্ম গ্রহণ করেছেন।
ট্যাগ :



























