নীলফামারীতে বোরো ধানের বীজ বিতরণ
- আপডেটের সময়: ০২:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / 211
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।
.
বুধবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ৪ হাজার ৬ শত কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের বোরোধান বীজ বিনামূল্যে বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার -ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
.
উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানি রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইসচেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায় , মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা ছিদ্দিকা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কনক চন্দ্র রায় ও সহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ।
.
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে কৃষকদের সবধরনের সহযোগিতা করে আসছে। এসময় তিনি আসন্ন বোরো মৌসুমে কৃষকদের সবধরনের পরামর্শ দিতে কৃষি কর্মকর্তা কর্মচারির প্রতি আহবান জানান।
ট্যাগ :



























