ডিমলায় উপজেলা প্রশাসনের সচেতনতামুলক প্রচারণা ও মাস্ক বিতরণ
- আপডেটের সময়: ০৭:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / 194
মশিয়ার রহমান, নলফামারী:
নো মাস্ক, নো এন্ট্রি; নো মাস্ক, নো সার্ভিস” -নিজেকে সুস্থ রাখুন, অন্যকে সুস্থ রাখতে সহায়তা করুন। ০৮ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার বিভিন্ন হাটবাজারে কোভিড-১৯ সেকেন্ড ওয়েব প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে চতুর্থদিনেও ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক প্রচারণায় নামেন উপজেলা প্রশাসন ডিমলা।
উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়-এর নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সারোয়ার আলম, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ২ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃজহরুল ইসলাম ভূইয়া, ১ নং পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার, ডিমলার সকল এনজিও কর্মকর্তাবৃন্দ।
বৈশ্বিক এই মহামারি থেকে দেশের প্রত্যেক নাগরিককে সুরক্ষা দিতে ও তাদেরকে সচেতন করতে এই প্রচারাভিযান ও মাস্ক বিতরণ করা হয়।



























