মেহেরপুর মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ
- আপডেটের সময়: ০৬:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / 227
মেহেরপুর প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদসহ উগ্র-সাম্প্রদায়িকতা মৌলবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
.
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াাসমিনের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
.
বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সফুরা খাতুন। মানববন্ধনে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণে শহরের কোর্ট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
.
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির মোড়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
ট্যাগ :



























