গৃহকর্মীকে মারধরের গুজবে পীর হাবিবের বাসায় হামলা

  • Update Time : ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • / 250

গৃহকর্মীকে মারধরের গুজবে রাজধানীর উত্তরায় সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় হামলা করেছে স্থানীয়রা। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে।

ওসি নূরে আলম জানান, গুজবের ভিত্তিতে স্থানীয়রা সাংবাদিক পীর হাবিবের বাসায় হামলা করে। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ বলছে, গৃহকর্মী মেয়েটি বাড়ি ফেরার জন্য মিথ্যা কথা বলে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছিল। তার স্বজনরা এসে তাকে নিয়ে গিয়েছিল। কিন্তু স্থানীয় লোকজনের ধারণা, তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে।

এমন সন্দেহে পীর হাবিবের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভেঙে ফেলে তারা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে।

হামলার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে উত্তরা থানা পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media


গৃহকর্মীকে মারধরের গুজবে পীর হাবিবের বাসায় হামলা

Update Time : ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০

গৃহকর্মীকে মারধরের গুজবে রাজধানীর উত্তরায় সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় হামলা করেছে স্থানীয়রা। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে।

ওসি নূরে আলম জানান, গুজবের ভিত্তিতে স্থানীয়রা সাংবাদিক পীর হাবিবের বাসায় হামলা করে। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ বলছে, গৃহকর্মী মেয়েটি বাড়ি ফেরার জন্য মিথ্যা কথা বলে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছিল। তার স্বজনরা এসে তাকে নিয়ে গিয়েছিল। কিন্তু স্থানীয় লোকজনের ধারণা, তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে।

এমন সন্দেহে পীর হাবিবের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভেঙে ফেলে তারা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে।

হামলার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে উত্তরা থানা পুলিশ।