ধর্ষণের বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে ছাত্রলীগের প্রতিবাদ

- Update Time : ০৪:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
- / 256
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলা ছাত্রলীগ মোমবাতি জ্বালিয়ে ধর্ষণের বিরুদ্ধে আলোক প্রজ্জলন করেছে। ধর্ষণের বিরুদ্ধে নিজেদের সোচ্চার হওয়ার অঙ্গিকার এবং নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনা সহ সকল ধর্ষণ-নিপিড়নের ঘটনায় সম্পৃক্ত ব্যক্তিদের দ্রত গ্রেফতার, সুষ্ঠ বিচার এবং স্থায়ী অবসানের দাবীতে, জলঢাকা উপজেলার বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এবং ডিমলা উপজেলার শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
.
জলঢাকা উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রী ননলী বিশ্বাস জয় এর নেতৃত্বে কর্মসুচিতে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল গনি স্বপন, নীলফামারী জেলা ছাত্রলীগের সহসভাপতি খাজা সাদ্দাম সহ উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ।
.
ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, আমরা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছি- আমরাও চাই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হোক। অপরদিকে ডিমলা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকারের নেতৃত্বে উপজেলার শহীদ মিনার চত্বরে মোমবাতি জ্বালিয়ে ধর্ষণের প্রতিবাদ, ধর্ষণের পৃষ্টপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন বিচারের দাবি জানানো হয়। এসময় উপজেলা ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
Tag :