দিনাজপুরে প্রিমিয়ার লীগ ফুটবল খেলার উদ্বোধন

- Update Time : ০৭:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / 205
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন ০৪ নং দিওড় ইউনিয়নের বিজুল প্রিমিয়ার লীগ কল্যাণ সমিতির উদ্যোগে ০৮ নং ওয়ার্ড অন্তর্ভুক্ত বিজুল মডেল হাইস্কুলে মাঠে ০৭ অক্টোবর-দুপুর ১.৪৫ মিনিটে ৮ টিমের ফুটবল খেলার উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবক আঃ মালেক মন্ডল।
.
উদ্বোধন কালে উক্ত ফুটবল খেলার প্রধান অতিথি- বিশিষ্ট সমাজ সেবক আঃ মালেক মন্ডল মাঠে সরাসরি উপস্থিত হয়ে ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন করলেন।
.
উদ্বোধন শেষে এক বিশেষ বক্তব্যে আঃ মালেক মন্ডল বলেন- মাদক আশ্রিত জীবনের দ্বারপ্রান্তে বর্তমান যুবসমাজ বিপন্নতাই,ধ্বংসের পথে জীবন সংসার,এই মাদকদ্রব্য মহামারী থেকে বাঁচতে হলে অবিভাবকদের কঠোর নজর দারি সহ খেলা ধুলার কোন বিকল্প নেই,তাই সব কিছু মাঝেও মানবীয় বৈশিষ্ট্যের অভিষেক ঘটাতে আঃ মালেক মন্ডল সকল সেবার পাশাপাশি যুবসমাজ ও তরুণদের মাদকের বিষাক্ত সোবল থেকে দুরে রাখতে ইউনিয়নের প্রতিটি মাঠে বিভিন্ন খেলা ধুলার আয়োজন ও উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে খেলোয়াড়দের খেলা-ধুলার বিভিন্ন সরঞ্জামাদি সহ সহযোগীতা করেই চলেছে পর্যাক্রমে সর্বত্র।
.
উদ্বোধন কালে উপস্থিক ছিলেন, প্রধান অতিথি-বিশিষ্ট সমাজ সেবক আঃ মালেক মন্ডল, বিশেষ অতিথি- বিজুল মডেল হাইস্কুলের সম্মানিত সভাপতি, এহছানুল হক (এহছান) বিরামপুর উপজেলা ছাত্রলীগ যুগ্ন সাধারণ সম্পাদক, আঃ আল-মাহমুদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, মশিউর রহমান (মশি) সহ স্থানীয় দলীয় সিনিয়র নেতা কর্মী ও উপস্থিত স্থানীয় সম্মানিত ব্যাক্তি বর্গ প্রমুখ।
Tag :