ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে আবারো বিধিনিষেধ

  • Update Time : ০৭:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / 248
করোনার সংক্রমণ বাড়তে থাকায় ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে বিধিনিষেধ আরোপ হয়েছে। চেক রিপাবলিকে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্কের ব্রুকলিন এবং কুইন্সের ৯টি হটস্পটে সব স্কুল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
.

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইউরোপের বিভিন্ন দেশে কঠোর বিধিনিষেধ শুরুতে মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে বার, সুইমিং পুল দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ থাকলে খেলাধুলাও।

এদিকে, ঘরের বাইরে মাস্কপরা বাধ্যতামূলক করা হতে পারে বলে জানিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী। এর আগে, রোম ও এর পার্শ্ববর্তী লাজিও অঞ্চলে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক ছিলো।

অন্যদিকে, স্কুল খোলার এক সপ্তাহ পার না হতেই মঙ্গলবার থেকে নিউইয়র্কের ব্রুকলিন এবং কুইন্সের ৯টি হটস্পটে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো।

আর, চেক রিপাবলিকে দ্বিতীয়বারের মতো জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া, ইরানে করোনায় মৃত্যু বাড়ায় তেহরানে সপ্তাহব্যাপী আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে

এদিকে, ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনা আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়িয়েছে স্পেন। যুক্তরাজ্যে কারিগরি ত্রুটির কারণে প্রায় ১৬ হাজার শনাক্তের হিসাব হারিয়ে গেছে। ইউরোপীয় কমিশনের ১৭৯ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Tag :

Please Share This Post in Your Social Media


ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে আবারো বিধিনিষেধ

Update Time : ০৭:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
করোনার সংক্রমণ বাড়তে থাকায় ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে বিধিনিষেধ আরোপ হয়েছে। চেক রিপাবলিকে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউইয়র্কের ব্রুকলিন এবং কুইন্সের ৯টি হটস্পটে সব স্কুল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
.

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইউরোপের বিভিন্ন দেশে কঠোর বিধিনিষেধ শুরুতে মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে বার, সুইমিং পুল দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ থাকলে খেলাধুলাও।

এদিকে, ঘরের বাইরে মাস্কপরা বাধ্যতামূলক করা হতে পারে বলে জানিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী। এর আগে, রোম ও এর পার্শ্ববর্তী লাজিও অঞ্চলে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক ছিলো।

অন্যদিকে, স্কুল খোলার এক সপ্তাহ পার না হতেই মঙ্গলবার থেকে নিউইয়র্কের ব্রুকলিন এবং কুইন্সের ৯টি হটস্পটে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন গভর্নর অ্যান্ড্রু কুমো।

আর, চেক রিপাবলিকে দ্বিতীয়বারের মতো জারি করা হয়েছে জরুরি অবস্থা। এছাড়া, ইরানে করোনায় মৃত্যু বাড়ায় তেহরানে সপ্তাহব্যাপী আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে

এদিকে, ইউরোপের প্রথম দেশ হিসেবে করোনা আক্রান্তের সংখ্যা আট লাখ ছাড়িয়েছে স্পেন। যুক্তরাজ্যে কারিগরি ত্রুটির কারণে প্রায় ১৬ হাজার শনাক্তের হিসাব হারিয়ে গেছে। ইউরোপীয় কমিশনের ১৭৯ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।