চাঁদপুরে নৌকা মার্কার সমর্থনে মাইনুল হোসেন নিখিলের গণসংযোগ

- Update Time : ০২:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / 196
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে শহরের গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। শহরের পাঁচ রাস্তার মোড় শপথ চত্বরে পথসভায় তিনি বক্তব্য রাখেন।
.
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে পথসভায় তিনি পৌরবাসীকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
.
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল বলেন স্বাধীনতার মার্কা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা। জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী ১০ অক্টোবর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল কে জয়যুক্ত করার আহ্বান জানান।
.
পথসভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Tag :